আপনার জন্য পারফেক্ট মানুষ টিকে কীভাবে খুঁজে পাবেন?
আজকের এই ক্যাজুয়াল রিলেশনশিপের যুগে রিলেশনশিপ, ভালোবাসা, ফিলিংস এগুলো একটা ইউজ অ্যান্ড থ্রু প্রোডাক্ট এ পরিণত হয়েছে।
এসবের সত্তেও, যদি কেউ রিলেশনশিপ নিয়ে সিরিয়াসও হয়, তবে পাশের মানুষটা সম্পর্কটাকে এতটা বিষিয়ে ফেলে যে, ঐ টক্সিক সম্পর্ক, টক্সিক মানুষটার কাছ থেকে বেরোনার জন্য ছটফট করে সে। আর অবশেষে সুযোগ পেলেই সেই জেলের গরাদ ভেঙ্গে উন্মুক্ত আকাশের তলায় এসে হাঁফ ছেড়ে বাঁচে আর নেয় স্বস্তির নিশ্বাস।
তারপর অনেকে আছে যারা বারবার একই ভুল করে, আবার নতুন করে সেই টক্সিক রিলেশনশিপে জড়ায়। কেউ বা ঘর পোড়া গরু যেমন সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়, তেমনি নতুন রিলেশনশিপে জড়াতে ভয় পায় ; আর অনেক সময় সেই ভয়ে না চাইতেও তার পারফেক্ট মানুষটাকে হারিয়ে ফেলে।
এতদসত্তেও, যদি তোমার জীবনে এমন একটা মানুষ থাকে, যে তোমার মুখ ফুটে কিছু বলার আগেই তোমার চোখের ভাষা পড়ে ফেলে ; যার সামনে বসে মনের সব গোপন কথা বলা যায় যেটা কখনও কোনোদিন অন্য কাউকে বলা হয়নি কিংবা বলে উঠতে পারনি ; যার সাথে ব্যস্ত দিনের শেষে কথা বলে তোমার ভারাক্রান্ত মনটা হালকা হয়, ফুরফুরে লাগে ; যে তোমার প্রত্যেকটা অভিমানের কথা বোঝে, তোমার অভিমানের কারন জানে, তোমার অভিমান ভাঙ্গাতে জানে, তোমায় হাঁসাতে জানে ; যার সামনে বিনা দ্বিধায় চোখের জল ফেলা যায় ; যার সামনে তোমার অন্তরের দায়িত্তের ভারে হারিয়ে যাওয়া সেই ছোট্ট শিশুর স্বত্বাটা আবার ফিরে আসে ; যার সাথে থাকলে সমাজের সমস্ত রকমের বাঁধা নিয়মকে এক নিমেষে উপেক্ষা করা যায়, নিজের মত করে বাঁচা যায়, তুমি তোমার ভুলে যাওয়া সেই নিজেটাকেই ফিরে পাও আবার।
তাহলে বস, তুমি সেই ভাগ্যবান ৫% মানুষদের মধ্যে একজন।
তোমায় বলবো --- সমাজের ভয়ে, কিংবা অমুলক আশঙ্কা বা মিথ্যা সন্দেহে, কোনোকিছুতেই পাশের মানুষটাকে হারিও না। হতে পারে মানুষটা তোমার সাথে একই স্ট্যাটাসে পড়ে না, তোমার মত শিক্ষিত, রুচিশীল, মার্জিত নয়, দেখতে ভালো নয়, পারফেক্ট নয়, সমাজের চোখে যোগ্য নয়।
যাই হোক না কেন, কিন্তু ঐ মানুষটাই তোমার জন্য পারফেক্ট।
ভালো কিছু পাবার লোভে এমন কিছু হারিও না, যার জন্য সারা জীবন আফসোস করতে হয়।
বাংলায় একটা প্রবাদ আছে সেটা মনে রেখ - 'শুধু চকচক করলেই সোনা হয় না।'
Post a Comment