Header Ads

ভুল আমরা সবাই করি, কিন্তু সেই ভুলকে মেনে নেওয়ার মত সৎসাহস সবার থাকে না

 


ভুল আমরা সবাই করি, কিন্তু সেই ভুলকে সবার সামনে মেনে নেওয়ার মত সৎ সাহস সবার থাকে না। 

শুধুমাত্র এই " সরি" বলার বুকের পাটা সবার থাকে না। 

কারো কারোর তো আবার ইগোতে লাগে সরি বলতে। 

আচ্ছা "সরি " এই সহজ শব্দটা বলা কি খুব কঠিন? 

এই একটা শব্দের অভাবে কত মান অভিমান, ভুল বোঝাবুঝি মেটে না। কত মানুষের হৃদয় ভাঙ্গে। 

দেখুন সরি এই শব্দটা বলে কেউ কখনো দুর্বল হয়ে যায়নি। বরং এতে আপনার সত্যতা, আপনার সৎ সাহস প্রকাশ পায়। 

তাই কোনোদিন কোনো ভুল করে থাকলে, যার প্রতি কোনো অবিচার করেছেন, তাকে গিয়ে একবার সরি বলে দেখুন। দেখবেন আপনার ভিতরের বোঝাটা কতটা হালকা হয়ে গেছে। 

হতে পারে সেই মানুষটা হয়তো প্রথমটা দুটো কথা শুনিয়ে দিতে পারে, সেটাই স্বাভাবিক। কিন্তু দেখবেন, সেই মানুষটাই পরে আপনাকে ভালোবেসে ক্ষমা করে দেবে। 

মানছি, একটা সরি উনার সেই পুরনো ক্ষত কোনোদিনই সারাতে পারবে না, কিন্তু কিছুটা হলেও তো লাঘব করতে পারবে। 

আর তাছাড়া, এতদিন ধরে আপনার মনে জমে থাকা পাথরের বোঝাটা কিছুটা হলেও তো হালকা হবে। 

তাতেই বা কম কিসের? 

তাই নিজের ভুল স্বীকার করতে শিখুন, কারোর সামনে সরি বলার মত সৎ সাহস আনুন নিজের মধ্যে। দেখবেন আপনার নিজের মধ্যে একটা আলাদা পরিবর্তন আসতে শুরু করেছে। নিজের মধ্যে কোনোদিন আর কোনো অপরাধবোধ থাকবে না, নিজেকে আর কখনো কারোর সামনে ছোট মনে হবে না। কারোর সাথে চোখে চোখ মিলিয়ে কথা বলতেও কোনো দ্বিধাবোধ করবেন না। 

No comments