শায়েরি কথার অর্থ এবং বাংলায় কিভাবে শায়েরি লেখা যায়? What is Shayari & How to write Shayari in bengali?
উর্দু ভাষায় কবিতাকে বলা হয় শায়েরি এবং উর্দু কবিদের বলা হয় শায়ের।
আচ্ছা আপনি জানেন, এই উর্দু ভাষার উৎপত্তি কোথায়?
আসলে এই উর্দু ভাষার উৎপত্তি আমাদের এই ভারতবর্ষে। যদিও এই উর্দু ভাষা টির উৎপত্তি ভারতে, তথাপি এর মধ্যে অনেকটা আরবি ও পারসি ভাষার সংমিশ্রন দেখা যায়।
এই শায়েরির জনবহুলতা শুধুমাত্র ভারতেই নয়, পাকিস্তান এবং আরাবিয়ান দেশ গুলিতে সমান রুপে বর্তমান।
এই উর্দু ভাষাটি ব্রিটিশ শাসন চলাকালীন তৎকালীন ব্রিটিশ ভারতের একটি অফিসিয়াল ভাষা হিসাবে মর্যাদা পায়।
তৎকালীন সময়ে উল্লেখযোগ্য উর্দু লেখকরা যাদের মধ্যে গালিব ও ইকবাল ছিলেন, তাঁরা ব্রিটিশ স্কলারশিপ পেতেন।
১৯৪৭ সালে ভারত বিভাগ হবার পরেও, না ভারতের জনগন না পাকিস্তানের জনগণ, কোথাও এর জনপ্রিয়তা কমেনি।
তবে একটা কথা বলতেই হয় যে, এই শায়েরির মধ্যে যেন এক ম্যাজিক আছে। তোমার যে কোনো ফিলিংসের প্রকাশের জন্য এই শায়েরি যথেষ্ট।
যখন তুমি কারোর প্রতি ভালোবাসা অনুভব করছ, তখন তোমার কাছে এই শায়েরি ভরসা, শুধু মাত্র এই শায়েরির প্রত্যেকটা লাইনকে তোমার হৃদয় ছোঁয়ার অপেক্ষা।
ঠিক তেমনি যখন তুমি খুশী, তুমি দুঃখ অনুভব করছ, কিংবা একাকী আছ, তখন তোমার এই শায়েরির কয়েকটা লাইনই যথেষ্ট।
যদি আমার এসব কথা তোমাদের অতিরঞ্জিত মনে হয়, তাহলে গালিবের কয়েকটা শায়েরি চোখ বন্ধ করে শুনেই দেখ না।
দেখবে ১৫০ বছর আগে ঐ শায়েরি শুনে যেভাবে মানুষের হৃদ স্পন্দন নেচে উঠত, আজও ঠিক সেই একই স্পন্দনে নেচে উঠবে।
চলো, এবার এই শায়েরির কিছু প্রকারভেদ নিয়ে কথা বলা যাক -
১) শের - দু লাইনের লেখা শায়েরি বা কাপলেট।
২) গজল - কয়েকটি শের এর যুগ্ম। সাধারণত পাঁচটি শের নিয়েই গড়ে ওঠে গজল।
৩) নাজম - একটি নির্দিষ্ট টপিকের ওপর পুরো উর্দু কবিতা।
৪) মারসিয়া - হুসেন সাহাবের ওপর লেখা উর্দু কবিতা।
৫) হামাদ - ইশ্বর কে উদ্দেশ্য করে লেখা উর্দু কবিতা।
এইসব মুখ্য প্রকারের শায়েরি ছাড়াও আরও অনেক প্রকারের শায়েরি আছে, যেমন - তাজকিরা, কাসিদা, রুবাই, ইত্যাদি।
এবং কিছু মুখ্য শায়ের ছিলেন। যেমন - গালিব, মির তাকি মির, গুলজার, জন এলিয়া, ফইজ আহমেদ ফইজ, ফিরাক, সাহির, জাভেদ আখতার, ওয়াসিম বাদরা, মুন্নাভার রানা, রাহত ইন্দরি, প্রমুখ।
চল, তোমার জন্য একটা বাছাই করা মুখ্য জনপ্রিয় শায়েরি নিয়ে এলাম -
হাম তো ফনা হো গায়ে উনকি আঁখ কো দেখকর 'গালিব'
না জানে ও কৈসে আয়না দেখতে হঙ্গে।
~~~~ মিরজা গালিব
এখন প্রশ্ন হচ্ছে, বাংলায় কি শায়েরি লেখা যায়?
উত্তর - না।
শায়েরি একটি উর্দু কবিতা। তাই বাংলায় এটি লেখা যায় না।
Post a Comment