Header Ads

মহারাজ হর্ষবর্ধন এর রাজসভায় প্রধান কবি কে ছিলেন? Who is the greatest poet in Harsha's Sabha?



আজ কথা বলব মহারাজ হর্ষবর্ধনের রাজসভার প্রধান কবির কথা। কিন্তু তার আগে জানতে হবে যে, কে ছিলেন এই মহারাজ হর্ষবর্ধন ? 

মহারাজ হর্ষবর্ধন, বর্ধন বংশের একজন অন্যতম রাজা যিনি উত্তর ভারতের কনৌজ এ রাজত্ব করতেন। তাঁর রাজধানীর নাম ছিল থানেশ্বর। 

মাত্র ১৬ বছর বয়সে তাঁর বড় ভাই রাজ্য বর্ধনের মৃত্যুর পর তিনি রাজা হন। 

চলুন, আজ ইতিহাসের পাতা থেকে তাঁর ব্যাপারে এক্টু কথা জেনে নেই। 

আনুমানিক সিক্সথ সেন্তুরির মধ্যবর্তী সময়ে গুপ্ত বংশের পতনের পর যখন সমগ্র উত্তর ভারত কয়েক্ টি ছোট ছোট রাজ্যে বিভক্ত ছিল, তখন বর্ধন বংশের রাজা মহারাজ প্রভাকর বর্ধন কনৌজ এর থানেশ্বর এর সিঙ্ঘাসনে আরহন করেন। 

সিঙ্ঘাসনে বসার পর তিনি তাঁর পাশাপাশি রাজ্যের ওপর অধিকার বিস্তৃত করেন। 

 ৬০৫ সি ই তে মহারাজ প্রভাকর বর্ধনের মৃত্যুর পর তাঁর জ্যেষ্ঠ পুত্র রাজ্য বর্ধন রাজা হন। 

কিন্তু তিনি খুব বেশিদিন রাজত্ব করতে পারেন নি। 

কিছু সময় পরে মালয়ার রাজা ও গৌর রাজ শশাঙ্কের চক্রান্তে তাঁর ভগ্নিপতি গ্রহ বর্মণ ও মহারাজ রাজ্য বর্ধনের মৃত্যু হয়। 

মহারাজ রাজ্য বর্ধনের মৃত্যুর পরে মাত্র ১৬ বছর বয়সে হর্ষ বর্ধন তাঁর ভগ্নিপতি ও ভাইয়ের মৃত্যুর প্রতিশোধের আগুন বুকে নিয়ে সিঙ্ঘাসনে আরুর হন। 

বর্ধন বংশের তিনি একজন অন্যতম রাজা ছিলেন। প্রায় সমগ্র উত্তর ভারত ও পশ্চিমের কিছুটা তিনি শাসন করেছিলেন। 

এবার আসি তাঁর গান বাজনা সাহিত্যের প্রতি আকর্ষণের কথায়। 

ভারতের অন্যান্য রাজাদের মত তিনিও গান বাজনা ও সাহিত্যের প্রতি খুব অনুরাগী ছিলেন। 

তিনি ভগবান সূর্য নারায়নের উপাসক ছিলেন। 

শুধু তাই নয় তিনি নিজে লেখালেখি ও করতেন। মনে করা হয় যে, তাঁর লেখা কয়েক্ টি গ্রন্থের মধ্যে তিনটি অন্যতম সংস্কৃত নাটক ছিল - রাত্নাবলি, নাগানন্দা ও প্রিয়দরশিকা। 

 এবার আসি এই মহারাজ হর্ষ বর্ধনের সম্বন্ধে সমস্ত রকমের ঘটনা জানা যায় হর্ষচরিত নামক গ্রন্থ থেকে। এই হর্ষচরিত গ্রন্থ টিকে ভারতের প্রথম ঐতিহাসিক জীবন গাথা বলে মনে করা হয়। 

এই গ্রন্থটি লিখেছিলেন মহারাজ হর্ষ বর্ধনের রাজ সভার প্রধান ও অন্যতম কবি বানভত্য। 

রেফারেন্সঃ 

Harshacharita

Harsha

No comments