Header Ads

সবসময় সবাইকে ক্ষমা করতে নেই। Sobsomoy Sobaike Khoma korte nei

 


সবসময় সবাইকে ক্ষমা করতে নেই, ক্ষমা তাকেই করতে হয়, যে সত্যিকারের ক্ষমার যোগ্য।

এটা জানি যে, ক্ষমাই পরম ধর্ম। ক্ষমা করা উত্তম। কিন্তু ক্ষমা পাওয়ার যোগ্যতা কি সবার থাকে?
ক্ষমা তাকেই করা যায়, যে সত্যিই মানুষ।
ওই যে বলে না, "লাতো কা ভূত বাতো মে নেহি মানতা", ঠিক তেমন সবাইকে তো আর ক্ষমা দিয়ে শুধরানো যায় না।
ক্ষমা করার আগে জেনে নিতে হয় - কে সত্যি অর্থে না জেনে বুঝে ভুল করেছে, নাকি জেনে শুনে নিজের ইচ্ছেতেই প্রতারণা করেছে।
আসলে সবাই মানুষের অবয়বে জন্ম নিলেও, মানুষ হয় না।
ক্ষমা পাওয়ার যোগ্য তারাই, যারা নিজের অজান্তে ভুল করেছে।
কিন্তু যারা আবেগ নিয়ে খেলা করেছে, তারা কোনোদিন ক্ষমার যোগ্য ছিলই না।
একটা সত্যি কথা হল -
মানুষের বেঁচে থাকতে শুধু নিঃশ্বাস নয়, ভালো ভাবে বেঁচে থাকতে একটা মনের ও দরকার হয়।
আর যে একবার মন ভেঙেছে,
তার থেকে দূরত্ব রাখাই শ্রেয়।

No comments