Header Ads

আসলে মানুষ তোমাকে ভালোবাসে না, ভালোবাসে তুমি তাকে ভালো রাখ বলে । Asole Manush tomake valobase na, valobase tumi take valo rakho bole

 


এই যে তোমার আশেপাশের লোকেরা তোমার এত এত খাতির করছে, তোমায় ভালোবাসা দেখাচ্ছে।

তুমি খুব উৎফুল্ল থাকছ, ভাবছ যে তোমার আশেপাশের লোকজন তোমাকে খুব ভালবাসে!
আরে না... এ সবই তোমার নিছক কল্পনা মাত্র।
আসলে মানুষ তোমাকে ভালোবাসে না, ভালোবাসে তুমি যেভাবে ওদেরকে ভালো রাখ তার জন্য।
অর্থাৎ তুমি তাদের প্রয়োজনে তাদের কাজ করে দাও, তাদের এফোর্ট দাও। এর জন্য তারা তোমাকে পছন্দ করে।
প্রমাণ চাও এর সত্যতায়?
তাহলে, একদিন ইফোর্ট দেওয়া বন্ধ করে দাও। তখন বুঝে যাবে ওদের আসল রূপটা।
জানি এটা শুনতে খারাপ লাগে, কিন্তু এটাই নির্মম বাস্তব....

No comments