Header Ads

"পুরাতন ও নুতন" - নতুন বছরকে নিয়ে কবিতা । Notun Bochor ke niye Bangla Kobita | Poem of New Year


হে পুরাতন,
বিদায় বন্ধু! বিদায় দিলাম তোমায়,
মন নাহি চায় যেতে দিতে, তবু
তোমাকে যে যেতে হবে।
পুরাতন তুমি ছিলে, দিয়েছিলে
কত স্মৃতি, কত ভালোবাসা,
কত পুরানো প্রেম, আর না মেটানো আশা।
তুমি ছিলে,
কখনো বা হৃদয়ে বেজেছিল সেতারের
      সাত রাগে'র ঝংকার;
কখনও বা জ্বলছিল গ্রীষ্মের দাবদাহ
            উত্তাপের আগুন।
কখনও বা দিয়েছিলে,
      কপালে টিপ, পায়ে নুপুর,
আর চুড়ি পরা হাতের
        কোনো একজনের মিষ্টি হাসি;
কখনও বা দিয়েছিলে,
         একাকী অন্ধকার কোনো এক ঘরের
         জানালার পাশের একটি চেয়ার।
কখনও বা দিয়েছিলে,
          হাতে ছোট্ট একটি গোলাপ,
          প্যাক করা চকোলেটের বাক্স, আর
          বডি-স্প্রের মিষ্টি সুবাস।
কখনও বা দিয়েছিলে,
           কবিতার খাতা, সিগারেটের ছাই,
  আর, বোতলের পর বোতল আলকোহলের নেশা।
পেয়েছি অনেক কিছু,
     কিন্তু প্রতিদানে কি দিয়েছি জানি না;
হয়তো বা কিছুই না।
তবুও আজ বিদায় ও আগমনের সন্ধিক্ষনে,
পুরাতন কে ম্লান বদনে বিদায় দিয়ে –
নতুনকে হাসিমুখে জানাই সদর অভ্যর্থনা।
হে পুরাতন! হে ইতিহাস! হে অতীত!
তবে লও হে বিদায়,
দাও হে স্থান নতুনে-রে;
শুরু হোক তবে এক-নতুন যুগ, নতুন ইতিহাস,
এক নতুন অধ্যায় ও এক নব-ভবিষ্যতের কান্ডারী।


No comments