Header Ads

জীবন কীসের জন্য ? What is Life for?

কাকপক্ষী টের পায়,
শহর ছাড়িয়ে যায়,
ভালোবাসা না পায়।
ঘুরে ঘুরে একা সে,
মনে ব্যাথা তার যে;
ভালবেসে কি লাভ তায়।
জীবন কি এমন ছিল
আনন্দের কলরবে -
কেন এল এমন
                  দুর্দিন ?
কি লাভ ভালোবেসে ?
কি পাবে বিচ্ছেদে,
রকস্টার হবে না তো কোনোদিন।
শুধু মনে ব্যাথা পাবে,
স্বতঃস্ফূর্তটা হারিয়ে যাবে,
জীবনটাই হয়ে যাবে শেষ।
শুধু খোসা পড়ে রবে,
শাঁস তো রবে না আর
জলগুলো শুকে হবে বাষ্প।
তবে কি জন্ম তুমি
নিয়েছ এমন হতে;
এমনই চলে যাবে শেষে -
জীবন তো আনন্দ করার,
নয়তো কিছু দুঃখের।
তবে কেন বুক ফাটাও
                            কান্নায়।
যা হবার তাই তো হয়ে গেছে,
চলো এবার বেরিয়ে পড়ি -
                            নতুন পথে নতুন খোঁজে।
হারিয়ে যাব নতুন দেশে,
প্রাণ হারাব সেথা;
মাতৃভূমি  ফিরব না আর,
- এই আমার শেষ কথা।


Credit for this image: Photo by Nina Uhlíková from Pexels

No comments