Header Ads

কবিতা - ব্যর্থ ভালোবাসা (Bengali Poem - Unsuccessful Love)

ছিঁড়ে দেবার আগে
চিঠিটা একবার ও খুলে দেখলে না, 
দেখলে না, আমি কি লিখেছিলাম।
দেখলে না আমার ব্যাথা, যন্ত্রণার কথা, 
বুঝলে না আমার আবেগ, ভালবাসা। 
এতটাই কি বিদ্বেষ তোমার আমার উপর? 
এতটাই কি ঘৃণা কর তুমি আমায় ?
কিন্তু কি দোষ ছিল আমার 
যে তুমি ভুলে গেলে আমাদের সম্পর্কের কথা, 
তুমি ভুলে গেলে আজও আমি তোমাকে ভালবাসি। 
তাই তুমি বিয়ে করলে অন্য একটি পুরুষকে - 

যাকে তুমি চেন না, জান না, 
যার সঙ্গে তোমার কোনো সম্পর্কই নেই। 
আমি কি এমন ভুল করেছিলাম ?
আমি জানি না, 
তুমি কেন আজও আমার ওপর রেগে আছ। 
যদি সেদিনের কথা হয়
তবে বলব, সেদিন তো আমি অন্য কেউ নয় 
আমার এক বান্ধবীর সাথে ছিলাম। 
তুমি কি করে ভাবলে -
যে ওকে আমি তোমার জায়গায় বসিয়েছি; 
যেটা আমি কখনওই স্বপ্নে ভাবতে পারিনি। 
একটু ভুল বুঝেই তুমি 
এত বড় ভুল সিদ্ধান্ত নিলে। 
এই কি ছিল আমার প্রতি 
তোমার ভালোবাসা।
যদি ভালবাসতে, তবে
যখন আমি ভুল করেছিলাম তখন'
কেন সাবধান করলে না ? তখন
কেন বললে না এটা ভুল ?
আজ কেন এই সিদ্ধান্ত নিলে।
এতে লাভটাই বা হল কার ?
তুমি আজ সত্যি করে বলতে পারবে কি -
তুমি ওই মানুষটার সাথে সুখী হবে, 
তোমার মনে কখনও জ্বালা ধরাবেনা কি - 
এই আমি। 
আমি জানি আজও, আজও তুমি 
আমায় ভালোবাসো; তবে এটা কি 
তোমার ঐ ভালোবাসার উপহার। 
জানি, জীবনে যা চাই, 
তা কখনও পাই না, 
তাই হয়তো আমি তোমাকেই পেলেম না। 
এটাও হতে পারে, 
যে স্বয়ং করুণাময়ই আমাকে দেখিয়ে দিলেন 
তোমার পুতুল খেলার ভালোবাসা 
আর ভালোবাসার পরিণাম। 
একটি টোকায় যা -
তাসের ঘরের মত ভেঙ্গে পড়ে যায়। 


No comments