কবিতা - 'গল্প হলেও সত্যি' | Golpo holeo sotyi - Horror bengali poem
গল্প হলেও সত্যি কথা বলছি তোমায় শোন ,
একদিন এক গভীর রাতে, যুবক একটি ছেলে
এ'ল যুবতীর ঘরে, বলল হেথায় ভুতের খেলা দেখতে
যাবে চল; চলল ওরা গ্রাম ছেড়ে -
জমির আল ধরে; পৌঁছে গেল
নদীর পারে এক শ্মশানের মাঝারে।
আসল কথা এবার তা'লে বলছি শোন ভাই,
শীতের রাতে হাত-পা গুটিয়ে বসল ওরা তাই -
পাশাপাশি বসে ওরা এদিক ওদিক চায়,
ভুতের খেলা না দেখেই হতাশ হয়েই যায়।
হঠাৎ এক ঝোরো হাওয়া -
বইল ওদের ওপর; শিরশিরিয়ে উঠল শরীর
ভয়ার্তের মত। এবার হঠাৎ গাছের পাতা
সবাই থেমে গেল, ঠাণ্ডা হাতের
স্পর্শ টা ওদের পিঠে এল। ঘুরল
যখন, ওরা তখন কিছুই
দেখল না; একটি আওয়াজ শুনল
তবে বাজ পড়ার মত। হঠাৎ করে
সবকিছু পালটে গেল কেমন, সর্ব ধুলো
জড় করে কে এক জন্তু কালো এল ওদের
তফাতে; যেন মানুষ না হয়েও মানুষ সেটি।
ভয়ার্ত চোখে দেখল ওরা, কিছুই বুঝল না।
তারপর যে কি হল কেউই জানল না।
সক্কাল বেলা গ্রামের লোকে -
নদীর পারে গিয়ে, খুঁজে পেল
ওই ছেলেটির অর্ধমৃত দেহ; মেয়েটি
যে কোথায় গেল কেউ খবর রাখল না।
ছেলেটিরে খুঁজে ফেরে মেয়েটিকে ভাই
এবার -----
আমি হতাশ হয়ে
কলম ছাড়ি তাই।
Photo by NeONBRAND on Unsplash
একদিন এক গভীর রাতে, যুবক একটি ছেলে
এ'ল যুবতীর ঘরে, বলল হেথায় ভুতের খেলা দেখতে
যাবে চল; চলল ওরা গ্রাম ছেড়ে -
জমির আল ধরে; পৌঁছে গেল
নদীর পারে এক শ্মশানের মাঝারে।
আসল কথা এবার তা'লে বলছি শোন ভাই,
শীতের রাতে হাত-পা গুটিয়ে বসল ওরা তাই -
পাশাপাশি বসে ওরা এদিক ওদিক চায়,
ভুতের খেলা না দেখেই হতাশ হয়েই যায়।
হঠাৎ এক ঝোরো হাওয়া -
বইল ওদের ওপর; শিরশিরিয়ে উঠল শরীর
ভয়ার্তের মত। এবার হঠাৎ গাছের পাতা
সবাই থেমে গেল, ঠাণ্ডা হাতের
স্পর্শ টা ওদের পিঠে এল। ঘুরল
যখন, ওরা তখন কিছুই
দেখল না; একটি আওয়াজ শুনল
তবে বাজ পড়ার মত। হঠাৎ করে
সবকিছু পালটে গেল কেমন, সর্ব ধুলো
জড় করে কে এক জন্তু কালো এল ওদের
তফাতে; যেন মানুষ না হয়েও মানুষ সেটি।
ভয়ার্ত চোখে দেখল ওরা, কিছুই বুঝল না।
তারপর যে কি হল কেউই জানল না।
সক্কাল বেলা গ্রামের লোকে -
নদীর পারে গিয়ে, খুঁজে পেল
ওই ছেলেটির অর্ধমৃত দেহ; মেয়েটি
যে কোথায় গেল কেউ খবর রাখল না।
ছেলেটিরে খুঁজে ফেরে মেয়েটিকে ভাই
এবার -----
আমি হতাশ হয়ে
কলম ছাড়ি তাই।
Photo by NeONBRAND on Unsplash
Post a Comment