Header Ads

কবিতা - 'অতৃপ্ত ব্যর্থ প্রেমে, আসবে কি নবান্ন?'


কর্মব্যস্ত দিনের শেষে,
অবসন্ন ক্লান্ত দেহে
চোখের পাতায় ভারী ঘুম নিয়ে,
চার দেওয়ালের মাঝে
অতৃপ্ত প্রেম কাটে -
এ পিঠে-ও পিঠে।
ব্যস্ত দিনের শেষে
ক্লান্ত চোখে
অবসন্ন প্রেম কথা বলে দূরভাষে;
হঠাৎ সব ফেলে নিঝুম রাত্রি,
ব্যর্থ প্রেমের সাক্ষী হয়ে রয় -
বোবা টেলিফোন।
এইভাবে দিন কাটে,
ঋতুও বদলে যায় একই নিয়মে।
শরৎ এর শেষে শীতের আগমনী,
তার মাঝে হেমন্ত আসে –
নিয়ে শিশিরের হাতছানি।
হেমন্তের পিছে আসে,
নতুন সূর্য, নতুন আকাশ,
নতুন ফসল,
আনন্দের কোলাহলে 'নবান্ন'।
এই সোনার ফসলে ভরা,
শিশির ভেজা ঘাসের
গায়ে ঝিলমিলিয়ে রোদের
হাসিমুখে,
আমাদের ব্যর্থ অতৃপ্ত প্রেমের
আকাশে কী কখনও
উঠবে নতুন সূর্য ?
কখনও কী আমাদের
বোবা টেলিফোনে বাজবে
মিষ্টি হাসির শব্দ ?
কখনও কী
এ ক্লান্ত নিশীথে,
ভারী চোখের পাতা ছাপিয়ে,
চার দেওয়ালের মাঝে,
এ পিঠ-ও পিঠের প্রেম সরে গিয়ে
আসবে কী
অতৃপ্ত প্রেমের নবান্ন ?

No comments