Header Ads

কবিতা - 'দেবদাস'

Devdas
Picture Credit: Google Image 


এই কবিতাটি আমার প্রিয় সাহিত্যিক কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর 'দেবদাস' উপন্যাসটির অনুপ্রেরনায় অনুপ্রানিত হয়ে লেখা। তাঁকেই উৎসর্গ করি এই কবিতাটি।


ছেলেটির নাম দেবদাস 
                      জমিদারের ছেলে।
       কিন্তূ খুবই সরল মনের।
পড়ল একটি মেয়ের প্রেমে, 
                       নাম তার পারুল ।
         এক কৃষকের মেয়ে। 
একই পাঠশালায় পড়ত তারা, 
          একই সাথে বড় হল,
       সম্পর্কটা আরও মধুর হল।
কিন্তু হায় বিধির খেলা -

                   বোঝা বড় দায় ।
মেয়েটির বিয়ে হল এক 
                      বুড়ো বরের সাথে; 
          তবে তা ঘরের চাপে। 
এদিকে ঐ ছেলেটি - দেবদাস 
            মজল মদের নেশায় - মশগুল হয়ে।
বাইঝি নাচিয়ে 
             পয়সা উড়াত 
       কিন্তু পেত না কোনো সুখ। 
এভাবেই চলল জীবন, 
       তবে বিধির লীলা 
শেষেই দেখা হল দু'জনার 
        তবে সেটা ছিল দেবদাসের 
                    মৃত্যুর দিন
সত্যি কি আশ্চর্য জীবন !
          কি আশ্চর্য বিধির লীলা !

No comments