Header Ads

কবিতা - 'বড়ো, ছোটো এবং আমি' ।। কবি- সৌরভ

বড় বড় ঘর তার,
বড় বড় মাথা,
বড় বড় স্বপ্ন তার,
বড় বড় পাতা।

বড় বড় সবই আছে,
ছোটো নেই কিছু;
তবু যেন মনে হয় –
ছোটো আছে কিছু।


দেখি, ঘুরি বুঝি নাকো
কী আছে ভাই?
কী আছে তার মাথায়,
কে জানে তাই।

ছোটো কিছু নাই ভাবি,
তবু যেন আছে।
ভয় লাগে ডাকে যদি –
সে মোরে পাছে।

ছোটো যদি বলে এসে
চলো সেথায় যাব;
ভয় লাগে কেমন করে
আমি সেথায় যাব।

ভাবি বড়ো ডাকবে আমায়,
বড়ো ডাকে নাকো;
বড়োর আশায় বসে থাকি,
বড়ো আসে নাকো।

হঠাৎ ছোটো এসে বলে –
চলো, হারিয়ে যাব।
ইচ্ছে হয় হারিয়ে যাবার,
তবুও যাব নাকো।

বড়োর আশায় বসে থাকি,
বড়ো হতে চাই;
ছোটো সেথায় ডাকে আমায়,
ছোটো না হতে পাই।

একদিন বড়ো বলল এসে,
বড়ো তুমি নও,
ছোটো তুমি রবেই রবে,
হবে না বড়ো আর কখনও।

তখনি ছোটো বলল এসে,
তুমিই তো বড়ো চেয়ে আমার,
তুমি তো রবে বড়ো হয়ে,
কখনো হবে না ছোট্টটি আর।

আপন মনে বসে থাকি,
ভাবি কোথায় যাব
আমিই হলাম কে' বা,
কোথায়ই বা আমার স্থান পাব?

তখন আমার আপনমনে,
আপন আমি বলে –
আমি নয়তো বড়ো ছোটো;
আমি আমার মতো।



No comments