Header Ads

কবিতা - অতনু ।। Bangla Kobita - Otonu

অতনু 
                      ---- সৌরভ
সেদিন অমাবস্যার রাতে,
তুমি বসেছিলে মোর পাশে,
বলেছিলে কত কথা, 
দিয়েছিলে ভালবাসা। 
তুমি চলে গেলে, 
একা ফেলে মোরে - 
রেখে গেলে অতনুরে, 
পুত্র আমার।
না দেখে তোমারে - 
সে কি পুছিবেনা মোরে, 
কোথায় গেছে মোর মাতা ?
আমি বলিব তারে - 
ঐ আকাশেতে ওরে 
তারাদের মাঝারে 
ছোট্ট তারা হয়ে, 
রয়েছে তোর মাতা। 
সে মোরে ডাকে 
প্রতিদিন, প্রতি রাতে - 
বলে এসো মোর কাছে, 
না পারি আর থাকিতে। 
আমি বলি তারে, 
যাব ওগো যাব 
একটু সবুর ধর, 
এইতো - তোমার ছেলে বড় হল। 
যেদিন তুই বড় হবি, 
করবি বড় কাম, 
চারিদিকে যখন সবাই - 
করবে তোর নাম, 
তখন আমি যাব চলে 
অনেক দূরে - 
ঐ আকাশের পারে - 
তোর মায়ের কাছারে। 
সেদিন দেখব উপর থেকে
তোর কীর্তি-কলাপ, 
দেখব আমি, তোমার মামি 
দেখব তোমার কাজ;
দেখব তোর জগৎজুড়ানো 
নাম হল যে আজ।
বলব সেথায় আমরা দুজন,
সার্থক হল তোর জনম
সার্থক এই মোদের জীবন।
সেদিন তুই কাঁদিস না রে -
আমরা তোকে ভুলব না রে, 
থাকব তোর আশে-পাশে
সারা জীবন জুড়ে । 


No comments