কবিতা - ঘুমের বড়ির মতো চাঁদ ।। Bangla Kobita - Ghumer Borir moto Chand
ঘুমের বড়ির মতো চাঁদ
------------------ সৌরভ
পূর্ণিমার রাতে ---
যখনি ঘুমোতে যাই,
খোলা জানালা দিয়ে চাঁদ দেখতে পাই।
গোল , বড় চাঁদ
তার উজ্জ্বল, আলোকিত জ্যোৎস্না দিয়ে
স্নিগ্ধ করে দেয় মোরে ।
সে স্নিগ্ধ শরীরে ---
অঘোর ঘুমের মধ্য দিয়ে, অবচেতন মনে ---
এক অজানা স্বপ্নের মধ্য দিয়ে
আমি চলে যাই ---
এক অজানা রুপকথার দেশে।
সেথা এক সুন্দরী রাজকুমারী
বসে আছে মোর লগে,
আমি যাই ময়ূরপঙ্খী চড়ে
করি তারে সোহাগ
কি আনন্দে কেটে যায় সে জীবন।
হঠাৎ ঘুম ভেঙ্গে দেখি ---
ঘড়িতে বাজে সকাল ন'টা।
উঠি , যাই অফিসে ---
ক্লান্ত শরীরে সান্ধ্যকালে
ফিরি ঘরে মোর ---
ডিনার করে শুয়ে পড়ি ,
কিন্ত না আসে ঘুম।
তখনি এক টুকরো ঘুমের বড়ি ,
সাথে এক গ্লাস জল ---
নিয়ে যায় মোরে
ঐ ঘুম পরীর দেশে ---
যেথায় রয়েছে অপেক্ষায়
মোর ঐ রাজকন্যা ।
সে মোরে নিয়ে যায় ---
এক নতুন দেশে
যেথায় কেউ কখনও আসেনি
কারো পড়েনি পদচিহ্ন,
সেথায় আমি আর সে,
সেথায় দু'জনের ভালবাসা,
অবাধ যৌনতা গায়ে মেখে
ফিরে আসি বাস্তবে
দিন পরীর সাথে ,
আবার সেই সকালে ---
সেই কর্মব্যস্ত জীবনে ।
রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে ---
যখনি নিই হাতে ঘুমের বড়ি
চমকে যাই দেখে ---
এ কি !
এ যে সেই গোল, ছোট্ট
সাদা, উজ্জ্বল জ্যোৎস্নার ছড়াছড়ি ---
এ যেন 'ঘুমের বড়ির মতো চাঁদ'।
Post a Comment