কবিতা - স্বপ্ন ।। Bangla Kobita - Swopno
অনেকদিন আগে, বোধ হয় ২০১৩ সালের ফেব্রুয়ারি মাস হবে। ওই সময় ওই সম্ভবত সেকেন্ড ইয়ারে পড়তাম। পরীক্ষা, পড়াশুনার চাপে অনেকদিন ধরে নিজের স্বপ্ন অর্থাৎ কবিতা লেখা থেকে বিরত ছিলাম। কিন্তু হঠাৎ একদিন এক বন্ধুর থেকে ব্লুটুথে একটা আবৃত্তি নিলাম এবং খুব মন দিয়ে শুনলাম ও। আবৃত্তি টা ছিল বিখ্যাত বাচিক শিল্পী ব্রততী বন্দ্যোপাধ্যায় এর কণ্ঠে। কবিতাটা কার লেখা জানিনা, তবে আবৃত্তি টা অসাধারণ লেগেছিল। মন ছুঁয়ে গেছিল, মনে পড়ে গেছিল কিছু পুরানো স্মৃতি, কিছু ব্যাথা। তারপর ওই কবিতার অনুকরণে লিখে ফেলেছিলাম একটা কবিতা, শুধুমাত্র মনের খোরাক মেটাতে। কবিতাটা পড়ে দেখুন, কেমন লাগলো।
স্বপ্ন
– সৌরভ ভূঞ্যা
১২ ই ফেব্রুয়ারি,
ছেলেটি পার্কের এক কোণে এক বেঞ্চিতে বসে বাঁশি বাজাচ্ছিলো।
মেয়েটি ছেলেটির পাশে এসে বসল,
শুনল পুরো বাঁশি, তারপর ছেলেটিকে বলল,
'তুমি খুব ভালো বাঁশি বাজাও'।
ছেলেটি কিছুই বলল না ; মেয়েটি উঠে চলে গেল।
১৩ ই ফেব্রুয়ারি,
মেয়েটি ছেলেটির পাশে এসে বসল ঐ একই পার্কে।
বলল, 'আমি তোমার বন্ধু হতে চাই'।
ছেলেটি কিছুই বলল না ; মেয়েটি চলে গেল।
১৪ ই ফেব্রুয়ারি,
মেয়েটি ছেলেটির সাথে পার্কে দেখা করল,
বলল, 'হ্যাপি ভ্যালেন্টাইনস ডে'।
'আজ সন্ধ্যায় কফি হাউসে দেখা করো'।
সন্ধ্যায় ছেলেটি কফি হাউসে এল,
বসল মেয়েটির মুখোমুখি।
মেয়েটি ছেলেটিকে গোলাপ ফুল দিল;
বলল, 'আমি তোমায় ভালোবাসি'।
ছেলেটি চুপ করে তাকিয়ে রইল মেয়েটির দিকে,
তারপর উঠে গেল।
১৫ ই ফেব্রুয়ারি,
ছেলেটি মেয়েটির সাথে দেখা করল।
ছেলেটি মেয়েটিকে জিজ্ঞেস করল,
'তুমি আমায় কেন ভালোবাসো ?'
মেয়েটি জবাব দিল, 'তোমার বাঁশির সুর ভালো লাগে,
তাইতো তোমায় ভালোবাসি'।
১৬ ই ফেব্রুয়ারি,
মেয়েটি ছেলেটির সাথে পার্কে দেখা করল,
বলল, তুমি ভোরের বেলা ঐ হলুদ-নীল আলো
দেখতে পাও !
শুনতে পাও !
ঐ ভুবন ভোলানো বাঁশি,
যে বাঁশির সুরে, আমি দেখতে পাই,
রাধা চলেছে কলসি কাঁখে যমুনা নদীর তীরে –
কৃষ্ণ বজায় বাঁশি, ডাকে তারে চুপি চুপি
খেলে প্রেমের খেলা।
ছেলেটি কোনো জবাব দিল না, মেয়েটি চলে গেল।
১৭ ই ফেব্রুয়ারি,
ছেলেটি তার বন্ধুদের মেয়েটির কথা বলল,
বলল 'সে কেমন মেয়ে ?'
'কেন আমায় ভালোবাসে ?'
ছেলেটির বন্ধুরা ছেলেটিকে বলল,
'মেয়েটি ভালো ; সে তোমায় খুব ভালোবাসে।
কিন্তু সে বাস্তবে নেই, সে কল্পনার জগতে
থাকতে ভালোবাসে।'
১৮ ই ফেব্রুয়ারি,
ছেলেটি মেয়েটিকে বলল,
তুমি স্বপ্ন দেখা বন্ধ কর ; তুমি বাস্তবে এস,
নইলে আমি তোমায় ছেড়ে চলে যাব।'
মেয়েটি বলল, 'আমি তোমায় ছাড়তে পারি,
স্বপ্ন দেখা বন্ধ করতে পারি না।'
১৯ ই ফেব্রুয়ারি,
ছেলেটি মেয়েটিকে অনেক বোঝাল।
মেয়েটি জবাবে কিছুই বলল না।
তারপর, মেয়েটি বলল,
'গত কাল ডাক্তারের কাছে গিয়েছিলাম,
আমার ব্রেন ক্যান্সার হয়েছে।'
ছেলেটি তাকিয়ে রইল, মেয়েটি চলে গেল।
২০ এ ফেব্রুয়ারি,
ছেলেটি তার বন্ধুদের মেয়েটির সব কথা বলল,
বন্ধুরা ছেলেটিকে বলল,
'মেয়েটি ভালো নয়, প্রেম করিস না।'
২১ এ ফেব্রুয়ারি,
ছেলেটি মেয়েটির খোঁজে কফি হাউসে গেল,
মেয়েটি এল না,
ছেলেটি চলে গেল।
২৫ এ ফেব্রুয়ারি,
মেয়েটি মারা গেল, শুকিয়ে গেল তার সখের বাগান।
২৭ এ ফেব্রুয়ারি,
মেয়েটির এক বান্ধবী এসে ছেলেটিকে –
মেয়েটির মৃত্যুর খবর দিল।
ছেলেটি চুপ করে রইল।
২৮ এ ফেব্রুয়ারি,
ছেলেটির বন্ধুরা ছেলেটিকে বলল,
'ভাগ্যিস তোদের ব্রেকআপ হয়ে গেছিল।'
ছেলেটি চুপ করে রইল।
২৯ এ ফেব্রুয়ারি,
ছেলেটি ঐ পার্কের এক কোণে বেঞ্চে বসে বাঁশি বাজাল।
ছেলেটির পাশে এসে কেউ বসল না;
ছেলেটি চলে গেল।
১ লা মার্চ,
সন্ধ্যায় ছেলেটি কফি হাউসে এসে বসল,
ছেলেটির মুখোমুখি কেউ বসল না ;
Post a Comment