কবিতা – কবি আমি ।। Bangla Kobita – Kobi ami.
তখন সেকেন্ড ইয়ারে পড়তাম। কবিতা লিখতে তখন ভালো লাগতো এবং প্রতিদিন কবিতা লিখতে লিখতে লেখাটা একটা অভ্যাসে দাঁড়িয়েছিল। তবে প্রতিটা কবিতা লেখার পর আমি আমার মেসের বন্ধুদের কবিতাগুলো পড়ে শোনাতাম। অনেকে মন দিয়ে শুনতো, কেউ বা হাসি-ঠাট্টা করতো। একটু খারাপ লাগতো মাঝে মাঝে, তবে মনটা তখনই ভালো হয়ে যেত যখন বাকীরা মন দিয়ে শুনতো, ভালো ভালো কমেন্ট করতো, আরো কবিতা লিখতে বলত। আর ভালো লাগাটাই স্বাভাবিক। কে চায়না যে তার লেখা লোকে পড়ুক, ভালো কমেন্ট করুক। প্রত্যেকে চায়, আমিও চাইতাম। এইভাবে অনেক কবিতা লিখে ওদের পড়ে শোনাতাম।
তখন বয়স কম ছিল তো তাই নিজেকে মাঝে মাঝে বিশাল বড় কবি বলে মনে হতো, এখন যেখানে নিজের স্থানটা খুব ভালো করে বুঝতে পেরেছি। একজন ছোটো-খাটো ফেবু কবি ছাড়া আর কিছুই না।
সে যাই হোক, এবার আসল কথায় আসি, তখন নিজেকে বিশাল বড় কবি ভেবে মাঝে মাঝে খুবই অহংকার হত। আর সেই অহংকারের ভাবে লিখে ফেলেছিলাম নিজেকে নিয়ে, নিজের খ্যামতা আর সাথে নিজের কবিতা।
কবি আমি
----------- সৌরভ
লোকে বলে কবি আমি,
আমি লিখি কবিতা,
চারিদিকে নাম মোর –
'নবযুগের সবিতা'।
কবিত্ব আছে মোর
শক্তিশালী রূপে,
কবিতা লিখি আমি
কলমের ছিপে।
কালি যায় শেষ হয়ে
হয় না শেষ কবিতা,
লেখালেখি যত খুশি
শেষ নাই কবিতা।
কবিতার প্রথমেতে বাবার নাম লয়ে
কবিতা শেষ করি মায়ের নাম দিয়ে।
কবিতা আমার লেখা
নয়তো তা অন্যের,
পৃথিবীতে কবি আমি
Post a Comment