একটি হারিয়ে যাওয়া মোবাইল ফোন কে নিয়ে কবিতা - "হারানো প্রিয়া" || Kobita - Harano Priya
হারিয়ে গেছে তোমার প্রিয়া,
তাই কী করো দুঃখ ?
কত প্রিয়া আসবে যাবে
কত কিছু দেবে-নেবে
তার হিসাব কী তুমি রাখবে ?
প্রিয়া তোমার হারিয়ে গেছে,
ভাগ্যে যা ছিল তাই হয়েছে,
– নতুন একটি আসবে বলে,
ঈশ্বর তো তাই চেয়েছে !
জানি সে তো মানুষ নয়,
বস্তু একটি হলেও তো
কাছাকাছি থেকে সে যে
হয়ে গেছে মানুষ প্রায়।
যন্ত্র আজও মানুষ সম
দিন-রাতের সঙ্গী,
সুখ-দুঃখের ভাগীদার যে সে;
সে যে আজ অনন্য।
জানি সে আজ চলে গিয়েছে,
নয়তো কেউ নিয়ে গেছে;
মিছে কেন কর দুঃখ ?
সে তো আর ফিরবেনা তোমা কাছে।
এসো, ওঠো, দুঃখ ছাড়ো,
নতুন করে আবার সাজো,
নতুন করে নতুন প্রিয়া সাথে,
নতুন করে আবার নতুন জীবন শুরু কর।
উৎসর্গ করিলাম এ কবিতা আমি মোর প্রিয় ও খুব নিকট এক বন্ধুকে।
হারানো মোবাইল খুজে পাওয়ার উপায় জানতে চাইলে আর্টিক্যালটি পড়ুন হারানো মোবাইল খুজে পাওয়ার উপায়>
ReplyDeleteহারানো মোবাইল খুজে পাওয়ার উপায় জানতে চাইলে আর্টিক্যালটি পড়ুন হারানো মোবাইল খুজে পাওয়ার উপায়
ReplyDelete