কবিতা - 'পাওয়া'
পাওয়া
---- সৌরভ
অন্ধকারে তোমার হাত ছুঁয়ে,
ভিড় বাসে একটু পাশে বসে,
বা কখনও কোনো ভিড় ট্রেনে
চাপাচাপিতে,
অথবা ফেসবুকে তোমার সাথে,
চ্যাট করে
যা পেয়েছি,
সে তো এক আসল পাওয়া;
যেমন এক পাহাড়ি ঝর্নার -
নদীতে মিলিয়ে যাওয়া।
Image by Antonio Doumas from Pixabay
Post a Comment