Header Ads

কবিতা - 'জীবনের ভুল' ।। Bangla Kobita - 'Jiboner Vul'

জীবনের ভুল 

                            - সৌরভ

জানিনা এটাই কি আমার ভুল ?
আমি তো শুধু ভালবেসেছি তোমাকে । 
তোমাকে দিয়েছি এ' মন । 
কিন্তু কি পেয়েছি তার প্রতিদানে ?
পেয়েছি শুধু তোমার বিদ্রুপ আর অবহেলা । 
কখনও বলেছ তুমি, 
আমি এখনও বুঝতে পারিনি তোমাকে ; 

কখনও বা বলেছ, 
তোমার সব কথা শোনার জন্য 
নই আমি উপযুক্ত ।
আমি কি এখনও , 
নিতে পারিনি কোন স্থান - 
তোমার মনের ঘরে, 
তবে সেদিন কেন করলে 
এমন অভিনয় ?
কেন বলেছিলে 
'আমি তোমায় ভালবাসি ?' 
আমি জানিনা, 

তুমি আমাকে ভালোবাসো কিনা ?
জানি না, 
আমার কোন স্থান
রয়েছে নাকি তোমার ঐ ছোট্ট 
মনের ঘরে । 
তবুও তোমায় আমি ভালোবাসি , 
ভালবাসবো তোমায় চিরদিনের তরে, 
মৃত্যুর পূর্বেও , 
কারণ তুমিই তো আমার - 
প্রথম ভালোবাসা । 
যদিও জানি, 
এটাই আমার জীবনের সবচাইতে বড় ভুল। 

Image by cm_dasilva from Pixabay
Image by cm_dasilva from Pixabay

3 comments: