Header Ads

কবিতা - 'অভিশপ্ত' ।। Bangla Kobita - 'Ovishopto'

অভিশপ্ত 

                     - সৌরভ

নদীর এপারের নির্জন ঘাটে 
কেউ যখন একা বসে থাকে, 
মনে হয় তার জীবনটাই বৃথা , 
বৃথা তার মানব জন্ম । 
হয়তো তার সবকিছুই আছে , 
তবুও তার মনে হয় - 
সব থেকেও সে যেন একা - বড় একা । 
হঠাৎ আবেগের নৌকোয় 
অনুরাগের উন্মত্ত স্রোতে , 
যখন সে পৌঁছয় নদীর ওপারে - 
তার মনে হয় সে হারিয়ে ফেলেছে সবকিছু । 
সে হারিয়ে ফেলেছে তাকে , 
যাকে সে এতদিন চিনত 
প্রতিটি মুহূর্ত তার ক্ষইতে থাকে , 
প্রতিটি রাত কেটে যায় তার ঘুম বিহীন চোখে । 
তাকে বিনা ঘটেনা তার জীবন গাথা । 
শেষে একদিন তার নাম লেখা হয়ে থাকে - 
জীবনের এক ছেঁড়া পাতায়, - 
           অভিশপ্ত হয়ে । 

সে যা পেতে চেয়েছিল , 
যাকে সে নিজের বলে ভেবেছিল, 
তার চাহিদাতে, তার কল্পনাতে তো 
ছিল না কোন পাপের কালো দাগ । 
তবে কেন ? 
কেন এ বিধির নিষ্ঠুর বিচার ? 
তবে কেন, তাকে হয়ে থাকতে হবে 
       সারাটা জীবন 
       অভিশপ্ত হয়ে ? 
Image by Free-Photos from Pixabay

No comments