"আমি মানুষের মৃত্যু দেখে ভয় পাই না, দুঃখ পাই মনুষ্যতের মৃত্যু দেখে।" I am not afraid to see people's death, sorrow to see the death of humanity
এই পৃথিবীতে কোন কিছুই স্থায়ী নয়। কোন জিনিসের সৃষ্টি হলে তার ধ্বংস হবেই - সেই কারণে পৃথিবীর উন্নত জীব মানুষ মরণশীল । মৃত্যু স্বাভাবিক - তাই মৃত্যুতে কোন দুঃখ নেই। কিন্তু এই মানুষের মধ্যে মুল্যবান জিনিস হল মনুষ্যত্ব - যার জন্য সে অন্নান্য প্রাণীর চেয়ে উন্নত। এই মনুষ্যত্ব যখন সে হারিয়ে ফেলে তখন সে পরিনত হয় হিংস্র পশুতে। তাই কোন মানুষের মনুষ্যত্ব এর মৃত্যু হলে প্রত্যক্ষ না হোক , পরোক্ষ ভাবে সেই মানুষের মৃত্যু হয়। যে মানুষ তার মনুষ্যত্ব হারিয়ে ফেলে সে গভীর অন্ধকারের অতলে হারিয়ে যায় এবং তার মৃত্যুর পর পৃথিবীর কেউ আর তাকে মনে রাখে না। আর যে মানুষের মনুষ্যত্ব বেঁচে থাকে, সে দেশের কল্যানে কিছু করে, তাই সে পৃথিবীর মানুষের মনে চিরস্মরণীয় হয়ে থাকে। হয়তো তার নশ্বর দেহের পরিসমাপ্তি ঘটে, কিন্তু তার কৃতিত্বের পরিসমাপ্তি ঘটে না, যার জন্য সে অমর হয়ে থাকে।
Post a Comment