Header Ads

"তুমি বসন্তের কোকিল , শীত বর্ষার কেহ নও ।" ।। You are the cocoon of spring, no one in the winter season.


শীতের শেষে বসন্তের আবির্ভাব ঘটে । শীতের রুঢ় - রিক্ত বনভুমি বসন্তে সৃষ্টির মন্ত্রে উদ্দিপিত হয়। সমস্ত প্রকৃতি শোভা ও সৌন্দর্যে পূর্ণ হয়ে ওঠে। কোকিল এই সৌন্দর্যের দুত হয়ে আসে। কোকিল বসন্তের আগমনবার্তা এনে দেয়। বসন্তের আনন্দ - শিহরন, প্রকৃতির নবীন আনন্দ কোকিল তার 'কুহু-কুহু' কুজনের মধ্যে প্রকাশ করে। তাই এ বসন্ত সুখের দিনের প্রতীক, শীত দুঃখ -দিনের  প্রতীক। কোকিল বসন্তের দুত। কোকিল সুদিনের বার্তা নিয়ে আসে।

মানুষের জীবনে সুখ - দুঃখ দুইই আছে। সুখ এবং দুঃখ চক্রের মতো পরিবর্তিত হয়। সুখের পশ্চাতে দুঃখ এবং দুঃখের পশ্চাতে সুখ এসে দেখা দেয়। মানুষের মধ্যেও কোকিলের স্বভাব যুক্ত অনেক লোক আছেন। তাঁরা সুখের দিনের সহচর। সুদিন এলে তাঁরা আসেন। দুর্দিনে তাঁদের দেখা পাওয়া যায় না। সুখান্বেশী, ভাগ্যানেশি মানুশজন আত্মীয়স্বজনের কাছে সুখের দিনে এসে উপস্থিত হন। তখন তোষামোদ ও প্রশংসা দ্বারা ধনী আত্মিয়কে তাঁরা মদগর্বিত করে তোলেন । সুখের দিনে, আনন্দের দিনে, ঐসচরজের দিনে এইসব ভাগ্যান্বেশি মানুষ হঠাৎ স্বজন ও বন্ধু হয়ে যান। কিন্তু দুর্দিনে আর তাঁদের দেখা পাওয়া যায় না। দুর্দিনের অন্ধকারে এইসব ব্যক্তি কোথায় মিলিয়ে যায়, তখন আর তাঁদের খুঁজে পাওয়া যায় না। এটিই জীবনের নিয়ম, এটি সমাজের নীতি। সুদিনের দোসর এমন অনেক বন্ধু আছেন, যারা পাশে এসে দাঁড়ান না। দুঃখের শীত ঋতুতে এইসব মানুষের দেখা পাওয়া যায় না। বসন্তের মধু উৎসবে তাঁদের সান্নিধ্য কিন্তু প্রয়জনাতিরিক্ত মাত্রায় পাওয়া যায়। 



No comments