Header Ads

"আলো বলে , অন্ধকার তুই বড় কালো, অন্ধকার বলে, ভাই, তাই তুমি আলো।" ।। The light says that you are dark, dark says, brother, so you are light

                                                           Image by Daniel Reche from Pixabay

আলো হল উজ্জ্বল দীপ্তিময় , অন্ধকার হল আলোহীন তমসা। আলোর বিপরীত রুপ হল অন্ধকার। আলোর প্রতি আকর্ষণ যতখানি, অন্ধকারের প্রতি ততখানিই অনাগ্রহ। তবু মেনে নিতে হবে, অন্ধকার আছে বলেই আলো অত দীপ্তিময় , আলোর গৌরব বৃদ্ধি। আলো ও অন্ধকারের মত মানুষের সমাজের বিপরীতধর্মী কত কিছুই আছে - ভালোমন্দ , পাপ্পুন্য, সুখদুঃখ, আনন্দবেদনা, আশানিরাশা, উত্থানপতন, বলে শেষ করা যায় না। ঐ বিপরীত ধরমিতা সৃষ্টিকে করেছে বৈচিত্র্যময় , সুন্দরতম ও মধুময়।
                                                Image by annca from Pixabay




দুঃখ নেই শুধু সুখ, সে তো 'হ্যাপি প্রিন্স' -এর মতো বিড়ম্বিত জীবন। পতনের হতাশাময় জীবনের মাঝে উত্থানের আনন্দঘন মুহূর্তের তুলনা হয় না। কাজেই আমাদের কাছে অন্ধকারের মতো মন্দ, পাপ, দুঃখ, বেদনা, নিরাশা, পতন ইত্যাদি যতই অনভিপ্রেত হোক, ওগুলির প্রয়োজনীয়তাকে অস্বীকার করা যায় না। এ কথা তো ঠিক যে, ব্যর্থতা ও অসাফল্যের মধ্যে লুকিয়ে থাকে সাফল্যের চাবিকাঠি । সেজন্য সৃষ্টিতে বিপরীতধর্মীর সহাবস্থান অপরিহার্য ।
                                                           Image by fxxu from Pixabay

1 comment: