" যারা শুধু মরে কিন্তু নাহি দেয় প্রাণ, কেহ কভু তাহাদের করেনি সম্মান। " ।। ' Those who die only but do not give life, nobody has any respect to them.'
"জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা রবে ?" --
এসত্য চিরন্তন, শাশ্বত। মৃত্যুই মানুষের অমোঘ পরিণতি। প্রকৃতির নিয়মে এই মৃত্যু আমাদের জীবন গণ্ডিকে অতিক্রম করে; তাই সাধারন মৃত্যুর মধ্যে কোনও আদর্শের গৌরব সুচিত হয় না।
কৃতকারজ মানুষকে দীর্ঘজীবী করে। 'মরা' ও 'প্রাণদান করা' দুটিই 'দেহত্যাগ' হলেও এদের মধ্যে বিস্তর ফারাক আছে -- একটি বিস্মৃতির আবর্তে মিশে যায়, অন্যটি মানুষের হৃদয়ে স্থায়ী আসন করে নেয় ।
ক্ষুদিরাম, বিনয় - বাদল - দীনেশ প্রমুখ মহামানব জীবন দান করেছেন স্বদেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে । 'সাথে করে এনেছিলে মৃত্যুহীন প্রাণ, মরণে তাহাই তুমি করে গেলে দান।' -- এই সত্যই জীবন দানের তথ্যকে মনে করিয়ে দেয়। এই প্রাণদান মৃত্যুকে উপহাস করে গৌরবময় হয়ে উঠে ; আর যদি আপন আপন স্বার্থসিদ্ধির উদগ্র কামনার পিছনে ছুটে মানুষ মৃত্যুবরণ করে তাহলে তা প্রাণদানের পর্যায়ে পড়ে না। শুধু মৃত্যুই হয়ে থাকে; আর যারা প্রাণদান করেন, তাঁরা যতদিন এই সূর্য - চন্দ্র থাকে, ততদিন থাকেন চিরবরনিয় ও চিরস্মরণীয় ।
Post a Comment