" 'কে লইবে মোর কারজ' কহে সন্ধ্যা রবি, শুনিয়া জগত রহে নিরুত্তর ছবি। মাটির প্রদীপ ছিল ; সে কহিল, স্বামী, আমার যেটুকু সাধ্য করিব তা আমি।" ।। 'Who will take care of my work' said the Sun during sunset at evening, the world is uninterrupted. The lamps was on the ground ; She said, my Lord, I can do whatever I can.
সূর্য অস্ত যাওয়ার পূর্বে তার কর্তব্য ভার গ্রহনের জন্য আহ্বান জানায়। আহ্বানে পৃথিবী নিরুত্তর থাকে, কিন্তু মাটির প্রদীপ খিনশিখা তার, তা সত্ত্বেও সূর্যের বিশাল কার্যভারের দায়িত্ব নেয় সে। সূর্যের বিশাল আলোক - সম্ভারের তুলনায় প্রদীপ শিখার আলো শুধু তুচ্ছ নয়, তুচ্ছাতিতুচ্ছ। মহা শক্তিধর সূর্য তার বিশাল আলর বন্যায় পৃথিবীর অন্ধকার দূর করে আলোকোজ্জ্বল করে; সে জায়গায় মাটির প্রদীপের ক্ষমতা হল ঘরের একটি কোণ আলকিত করা । তা সত্ত্বেও ক্ষুদ্র শক্তির প্রদীপ এগিয়ে আসে এই বিস্বাসে যে, অস্তিত্তে ক্ষুদ্র হলেও, কর্তব্য সাধনে তার মনোবল বিশাল।
কর্তব্যসাধনে মনোবলের সঙ্গে আত্মবিশ্বাস ও আন্তরিকতা একান্ত প্রয়োজন। এসবের গুনের অধিকারী হলে কর্তব্যসাধনে কোনকিছুই বাধা হতে পারে না, কাজে নিষ্ঠা ও আন্তরিকতা থাকলে ক্ষুদ্র শক্তিও বিশাল কর্তব্যসাধনে সফল হয়। শক্তি ক্ষুদ্র, তা সত্ত্বেও বড় বড় কাজের দায়িত্ব সুচারুভাবে পালন করেছে, এমন দৃষ্টান্ত ও অনেক আছে।
Post a Comment