Header Ads

" অন্ন চাই, প্রাণ চাই, চাই মুক্ত বায়ু ; চাই বল, চাই স্বাস্থ্য আনন্দ উজ্জ্বল পরমায়ু, সাহস বিস্তৃত বক্ষপট।" ।। Want food, want life, free air; Want to say, want to enjoy health, shine bright,



সভ্যতার ঊষালগ্নে প্রকৃতি উজাড় করে দিয়েছিল অকৃপণ দাক্ষিন্য। সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে মানুষ অরন্য নিধন করেছে, ঘটিয়েছে শিল্পায়ন। শিল্পায়নের স্বার্থে অরন্য উচ্ছেদ করে তৈরি করেছে নগরায়ন। শিল্পের স্বার্থে, কৃষির স্বার্থে নদী বেঁকে বাঁধ তৈরির পরিকল্পনা স্বারথক করেছে। স্বারথললুপ মানুষ নস্ত করেছে প্রাকৃতিক ভারসাম্য। যে বাতাস তার প্রানবায়ু, যে জল তার জীবন, যে মাটি তার ধাত্রী, যে শব্দ তার শ্রুতি সে সব কিছুকেই বিবেকবোধহীন মানুষ করেছে কলঙ্কিত। মানুষ শিক্ষার আলোক থেকে বঞ্ছিত আনন্দ উজ্জ্বল জীবন মানুষের কল্পনার সামগ্রী হয়েছে। মানুষ হারিয়েছে তার প্রতিবাদি মন। প্রকৃতির আশীর্বাদে ধন্য মানুষ আজ প্রকৃতির প্রতিশোধের সম্মুখীন হয়েছে। কিন্তু বাসনার দুর্নিবার লোভে বিপর্যস্ত বিংশ শতাব্দীর মাণূষ তাই এই ভাষাতেই প্রকাশ করেছে আকূল আরতি।

No comments