Header Ads

কবিতা ফাঁকা Bangla Kobita fanka

ফাঁকা 

 ফাঁকা

অলস দুপুর, ক্লান্ত শরীর, 
ফাঁকা বাড়ি, একাকী বসে রয়েছি 
কোন এক জানালার ধারে। 
 ফাঁকা

বাইরে সূর্যদেবের তীব্র ক্রোধের প্রকোপ, 
বায়ুদেবের তীব্র আর্তনাদ, 
ধু-ধু বালির উরে যাওয়ার পরিমণ্ডলে 
আবছা হয়ে আসে চোখের পরিবেশ। 
 ফাঁকা

হঠাৎ করে কপোল বেয়ে
গড়িয়ে নামে লোনা জলের আবেশে 
হৃদয়ের কোন এক কোণ হতে
ঠেলা দিয়ে বাইরে বেরিয়ে আসে 
পুরানো কিছু স্মৃতি। 
 ফাঁকা

হৃদয়ের ঐ জেগে ওঠা 
চিন-চিন ব্যথাটা আবার
মনে করিয়ে দেয়, 
তোমার ফেলে দিয়ে যাওয়া 
কিছু কথা। 
 ফাঁকা

তোমার চলে যাওয়া 
আর, 
আমার একাকিত্বের জীবনটাকে 
'ফাঁকা' অস্তিত্তের মধ্য দিয়ে 
বয়ে নিয়ে যাওয়া। 
 ফাঁকা

Tag: Bangla Kobita, Kobita, Fanka, Mon kharaper kobita, dukkher kobita, premer kobita

No comments