একটি না পাওয়া প্রেমের কবিতা - অজানা উত্তরের চিঠি Ekti na paoa premer kobita - Ojana Uttorer Chithi
অজানা উত্তরের চিঠি
আজি তুমি আছ আমাকে ছেড়ে
বাস্তব হতে অনেক দূরে।
তুমি আছ মোর কল্পনায়
মনের গভীরে।
তবু তুমি নেই,
তুমি নেই মোর কাছে,
আজ তুমি অন্যের,
-- তাও মোর চোখের সামনে।
আজও আমায় চোখ দুটি দিয়ে দেখতে হয়
তুমি আজ অন্যের ঘরে, অন্যের জীবন জুড়ে।
আমার জীবনে একদিন এসেছিলে তুমি সত্যি,
--- কিন্তু সে তো কল্পনায়।
তুমি মোরে কল্পনায় বলেছিলে কত কথা,
শিখিয়েছিলে প্রেমের মানে।
তবে কেন চলে গেলে ?
সে কি আমার ভুল না তোমার ?
নিজেকে প্রশ্ন করি, উত্তর না পাই।
জানিনা তুমিও এর উত্তর জান কিনা ?
তবুও তোমার উত্তরের অপেক্ষায় ---
আমার এই একটি চিঠি।
ইতি - তোমাকে কল্পনায় পাওয়া
সেই প্রেম পাগল ছেলেটি।
আজি তুমি আছ আমাকে ছেড়ে
বাস্তব হতে অনেক দূরে।
তুমি আছ মোর কল্পনায়
মনের গভীরে।
তবু তুমি নেই,
তুমি নেই মোর কাছে,
আজ তুমি অন্যের,
-- তাও মোর চোখের সামনে।
Add caption |
আজও আমায় চোখ দুটি দিয়ে দেখতে হয়
তুমি আজ অন্যের ঘরে, অন্যের জীবন জুড়ে।
আমার জীবনে একদিন এসেছিলে তুমি সত্যি,
--- কিন্তু সে তো কল্পনায়।
তুমি মোরে কল্পনায় বলেছিলে কত কথা,
শিখিয়েছিলে প্রেমের মানে।
তবে কেন চলে গেলে ?
সে কি আমার ভুল না তোমার ?
নিজেকে প্রশ্ন করি, উত্তর না পাই।
জানিনা তুমিও এর উত্তর জান কিনা ?
তবুও তোমার উত্তরের অপেক্ষায় ---
আমার এই একটি চিঠি।
ইতি - তোমাকে কল্পনায় পাওয়া
সেই প্রেম পাগল ছেলেটি।
Post a Comment