আমাদের প্রিয় শহর কলকাতা কে নিয়ে কবিতা । A Bengali Poem of Kolkata
কোলকাতা
উঁচু দেওয়াল, উঁচু প্রাচীর, উঁচু উঁচু ঘর,
কোলকাতা থাকে এই নিয়ে ভারী সুন্দর।
দোকানপাট সেথা বসে রাস্তার পাশাপাশি।
কোলকাতায় বহু কলেজ, বহু ছেলে-মেয়ে,
পরাশুনা করে তারা খুব মন দিয়ে।
বাইরে থেকে অনেক লোকে নানান কাজে আসে,
কেউ থাকে ভাড়া ঘরে, কেউ বা ফুটপাতে।
হকারেরা স্টেশনেতে, বাসে, ট্রেনে চড়ে
যাত্রীরা সেথা অতিষ্ঠ হয়ে থাকতে না পারে।
ধুলো, বালি, আবর্জনা ছড়িয়ে থাকে পথে,
হাঁটা-চলায় অসুবিধা হতেই থাকে সাথে।
কলেজেতে মারপিট, হানাহানি চলে,
ছাত্রদের পরাশুনা গোল্লায় গেল চলে।
বড়ো - বড়ো মানুষ সেথা, বড়ো লোকের বাস,
ছোটো লোকের দেখা সেথা মেলে আশ-পাশ।
বড়ো - বড়ো গাড়ি সেথা, বড়োলোকে চড়ে,
সাধারন মানুষ গুলো সমস্যায় পড়ে।
সেথায় কত শপিংমল, জিনিস্পত্রে ভরা;
দামি দামি জিনিস সেথা, সব জিনিসের সেরা।
কোলকাতা যে কেবলই শুধু ফুলে ভরা,
চালাক সেথা চুরি করে, বোকায় পড়ে ধরা।
কোলকাতা যে আমাদের সবার আপনজন
এ পৃথিবীতে প্রাণ আছে মোদের যতক্ষণ।
তাই এস, সবাই মিলে একসাথে মোরা,
কোলকাতা কে বানিয়ে দিই পৃথিবীর সেরা।
কোলকাতা কে করব মোরা দুষনমুক্ত,
কোলকাতার শিশু সেথা হবে স্যাস্থ্যযুক্ত।
এসো মোরা কোলকাতা কে এগিয়ে নিয়ে চলি,
জাতীয় পতাকার প্রগতি রথে চলো নিয়ে তুলি।
কোলকাতা যে সর্বযুগে সর্বদেশের সেরা,
বলব সবাই সর্বযুগে সবার আগে মোরা।
যত বিজ্ঞানী, যত বিপ্লবী আছে সারা বিশ্বে;
তাদের সবার পায়ের ধুলো আছে কোলকাতায় মিশে।
কোলকাতাই কোলকাতা, কোলকাতা নয় কিচ্ছু,
কোলকাতাতেই আছে যত সব বিচ্ছু।
কোলকাতাতেই আমার প্রাণ, আমার জীবন সারা,
যাব না আমি আর কোথাও কোলকাতা ছাড়া।
Post a Comment