বসন্তের কবিতা - সৌরভ Bosonter Kobita - Sourav A poem of spring Sourav
সৌরভ
বসন্তে গুল্মে গুল্মে
বৃক্ষ জড়িত লতায় লতায় -
পুস্পিত ফুল,
ক্ষুদ্র আম্রমুকুল
ছড়ায় যখন তার রভ --
মৌমাছি ছুটে যায়
মধু খেতে তার গায়;
আকাশ - বাতাস হয় মুখরিত।
অপরুপ সাজ সাজে মোর বঙ্গভুমি,
হিল্লোল লাগে বনে বনে,
রঙের খেলায় সাজে বাংলা
দেখে রাধা কৃষ্ণের ও গোপন লীলা।
বসন্তের সে রঙে --
হয় মানুষ পাগল,
প্রেম লাগি হৃদয় অগ্নি জ্বলে দাউ-দাউ।
------- তারই নাম সৌরভ ।
Post a Comment