ভালোবাসা তুমি এলে কেন? প্রেম দিবসের জন্য কবিতা ।। A Bengali Poem for Valentine week
ভালোবাসা তুমি এলে কেন?
ভালোবাসা তুমি এলে কেন?
এই রুক্ষ, শুষ্ক, জলহীন, প্রাণের স্পন্দনহীন
ধুসর মরুভুমিতে।
ভালোবাসা তুমি এলে কেন?
এই হিংসার পৃথিবীতে,
যেখানে ভাইকে মারে ভাই,
ছেলে খুন করে মাকে,
স্বামীর হাতে খুন হয় স্ত্রী।
ভালোবাসা তুমি এলে কেন?
এই মানুষগুলোর কাছে,
যাদের কাছে ভালবাসার কোন দাম নেই,
যাদের কাছে ভালোবাসা মানে,
শুধু শরীর নিয়ে খেলা, আর
অঢেল অর্থ প্রাচুর্যের দম্ভদারি।
ভালোবাসা তুমি এলে কেন?
এই মুখোশ পড়া মানুষগুলোর কাছে,
যারা ভালবাসাকে কিনতে চায়
অর্থ দিয়ে।
যাদের কাছে ভালোবাসা মানে
প্রেম সপ্তাহে প্রেম দিবস পালন।
যাদের কাছে ভালোবাসা
এক দেখন্দারি ব্যবসা।
ভালোবাসা তুমি এলে কেন?
যেখানে ভালোবাসা কথার অর্থ
ভ্যালেন্তাইন্স ডে তে -
দামি-দামি জিনিসের আদান-প্রদান,
অর্থের অপচয়।
ভালোবাসা তুমি চলে যাও,
তোমার স্থান তো নয় হেথা;
ভালোবাসা তোমার স্থান যে -
'হেথা নয়, হেথা নয়, অন্য কোথা, অন্য কোনখানে।'
ভালোবাসা তোমার স্থান তো সেই
নন্দনকানন,
যেখানে শুধু অঢেল শান্তি আর প্রেমের ছড়াছড়ি।
যেখানে মন্দাকিনীর কুলু-কুলু ঠাণ্ডা জলের সাথে
বয়ে যায় শান্তি আর ভালোবাসা।
ভালোবাসা তোমার স্থান তো সেই
ইন্দ্রপুরী,
যেখানে অপ্সরাদের রুপে ও নৃত্যে
শিরশিরিয়ে উঠে ভালোবাসা।
ভালোবাসা তোমার স্থান তো সেখানে
যেখানে স্বামী লখিন্দরের জন্য বেহুলার নৃত্যপ্রদর্শনী;
এক ডানাকাটা পাখির ক্ষতবিক্ষত দেহ।
ভালোবাসা তুমি তো সেই সত্য যুগের বাসিন্দা,
যখন ছিল সতী সাবিত্রি ও সত্যবান।
ভালোবাসা তুমি তো সেই আদি কবি বাল্মিকির
মুখের ভাষা।
ভালোবাসা তুমি তো সেই সত্য ও ত্রেতা যুগের
বাসিন্দা।
ভালোবাসা তুমি তো নয় উপযুক্ত,
এই কলির জন্য।
ভালোবাসা তোমার দাম তো কেউ দেবে না
--- এই কলিতে।
ভালোবাসা, কেউ বুঝবে না
তোমার কথা।
ভালোবাসা তুমি চলে যাও,
চলে যাও এ পৃথিবী ছেড়ে, চলে যাও
এ সমাজ ছেড়ে।
ভালোবাসা, এ সমাজ
নয়তো তোমার জন্য।
ভালোবাসা তুমি চলে যাও
সে স্থানে,
যেখান থেকে এসেছিলে তুমি
যেখানে হয়েছিল উতপত্তি তোমার।
এত সুন্দর কবিতা শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরো সুন্দর সুন্দর কবিতা আমাদেরকে উপহার করুন। এটাই আপনার কাছে কাম্য করছি। আমার এই পোস্টটি আপনি দেখতে পারেন - নতুন সেরা প্রেমের কবিতা ও ভালোবাসার ছন্দ | Premer Kobita
ReplyDelete