Header Ads

বাংলা প্রেমের কবিতা 'উড়ান'। 'Uran' Bangla kobita for love

bangla kabita by Sourav


বাংলা কবিতা - 'উড়ান'

কলেজ লাইফের দিনগুলোতে যেদিন 
সৌম্যর হাত ধরে, 
সায়ন্তিকা তার নতুন গজানো ডানায় 
উড়ান দিয়েছিল 
কলকাতা শহরের অলি-গলির রাস্তায়; 
বাইকে চেপে সারাদিন ঘুরে বেড়াত 
শপিংমলে, হোটেলে, পার্কে; 
সেদিন পাড়ার লোকে বলেছিল - 
আগুনের দিকে হাত বাড়িয়েছিস, সর্বনেশে তোকে খাবে রে পোড়ারমুখী।  
তখন কি তারা জানত ?
পতঙ্গ তো আগুন দেখলেই তার 
দিকে ধেয়ে যায়, 
সর্বনাশের চিন্তা কি তার থাকে। 
তখন কে দেখেছিল,
মেঘের কোল জুড়ে -- 
মেয়েটির দিস্তা দিস্তা রঙ্গিন স্বপ্ন। 

আজ পাঁচটা বছর পরে
হঠাৎ সায়ন্তিকাকে দেখলাম
ধর্মতলার বাসস্টপের মোড়ে,
চোখে রোদ চশমা, গায়ে রেডিমেড
ব্যানডেড শাড়ি সাথে চকমকে জুয়েলারি,
সুগন্ধি পারফিউমে ম'ম করছে তার গায়।

খোঁজ নিয়ে জানলাম,
আজকাল সে স্থায়ী বাসিন্দা 
বউবাজারের হাড়কাটাগলির 
এক চিলতে ঘরে। 
সে এখন মাত্র পাঁচশো টাকার বিনিময়ে 
বিক্রি করে তার একঘণ্টার প্রেম। 
আজও তাকে বলতে পারিনি,
সেই অভিশপ্ত কলেজ লাইফের দিনগুলিতে
ঐ ছেলেটার সাথে,
সে ছিনিয়ে নিয়ে গিয়েছিল
এক তরতাজা তরুনের 
নীলচে পড়া হৃদপিণ্ড। 
Bangla Kobita by Sourav

Tag: বাংলা প্রেমের কবিতা, উড়ান, Bangla kobita for love, Uran, Bangla Kobita, Bangla kobita premer, bangla premer kobita, bangla dukkher kobita, bangla kobita sad, bangla kobita breakup, bangla breakuper kobita, bangla kobita purano diner, bangla kobita college lifer

No comments