Header Ads

শীত ঋতুকে নিয়ে বাংলা কবিতা 'শীত'। Bangla Kobita on Winter Season

Bangla Kobita on Winter Season by Sourav

শীত ঋতুকে নিয়ে বাংলা কবিতা - 'শীত' 

তীব্র কাঁপুনি নিয়ে 
তুমি এসেছিলে পৌষের এক গভীর রাতে। 
বইয়ে দিয়েছিলে --- 
এক তীব্র শীতল বায়ু,
আমার প্রতিটি লোমের গোরায়। 
ফণীমনসা গাছের মত 
আমার দেহে গজিয়ে উঠেছিল অসংখ্য কণ্টক। 
অবলম্বন খুঁজতে খুঁজতে 
আমি প্রবেশ করেছিলাম এক লেপের তলায়। 
তুমিও অনুসরণ করেছিলে আমায়, 
জড়িয়ে ধরেছিলে আমায় আসটেপৃষ্টে। 
আজ শেষ রাতে, 
তোমাকে বিদায় দেওয়ার প্রাক্কালে --- 
বড্ড মনে পড়ছে অতীতে 
তোমার সাথে কাটানো সেই দিনগুলি 
'যেতে নাহি দিতে মন চায়,তবু যেতে দিতে হবে' --- 
ভাগ্যের নিয়মে। 
কারণ তুমি যে আসক্তিহীন, 
তুমি যে সন্ন্যাসী, 
সর্বত্যাগী ঋতু - 'শীত'। 

Tag: শীত ঋতুকে নিয়ে বাংলা কবিতা, শীত, Bangla Kobita on Winter Season, বাংলা কবিতা, প্রকৃতির কবিতা, Winter, Bangla Kobita, Prokritir Kobita, Shit niye Kobita

Bangla Kobita on Winter Season by Sourav Bhuniya

No comments