Header Ads

এক স্কুল ফেরত বাচ্চা মেয়ের দুঃখজনক অ্যাকসিডেন্ট নিয়ে বাংলা কবিতা 'অ্যাকসিডেন্ট'। Bangla Kobita on real accident story of a school going child

Bangla Kobita on real accident story of a school going child written by Sourav Bhuniya


বাংলা কবিতা - অ্যাকসিডেন্ট 

দিনটা শেষ হতে তখনও বাকী আছে, 
স্কুল গাড়িটা এসে দাঁড়াল বাড়ির সামনে, 
গাড়ি থেকে নামতে দেখা গেল - 
ইস্কুলের ইউনিফরম পড়া বছর সাত-আঠের একটি মেয়েকে। 
ধীরে ধীরে লাইন পেরোচ্ছিল্ল মেয়েটা; 
আচমকা বিপরীত দিক থেকে 
দ্রুত গতিতে ধেয়ে আসা একটি গাড়ি 
তাকে ধাক্কা মারল জোরে। 
হঠাৎ কিছু বোঝার আগেই 
মেয়েটি ছিটকে পড়ল বিশ হাত দূরে। 
রক্তাত্ত চারিদিক, 
যেন রাস্তার পিচে ঢেলে দিয়ে গেছে 
কেউ গাড় আলতার রঙ এ। 
ছেঁড়া ফ্রকে লেগে আছে গাড় লাল 
রক্তের দাগ। 
যন্ত্রণার ছটফটানি যেন -- 
সদ্য ডানা কাটা কোন এক উড়ন্ত পাখি। 
রাস্তার চারিদিক -
লোকে থিক-থিক, তবুও কেউ 
এগিয়ে এল না সাহায্যের হাত 
বাড়িয়ে দিতে। 
হঠাৎ সেই ভিড়ের মধ্য হতে, 
এগিয়ে এল তীব্র বেগে -- 
দুটি পুরুষালি হাত। 
কারও প্রতি ভ্রূক্ষেপ না করে, 
তুলে নিয়ে গেল তারে -- 
নিকটবর্তী এক হাসপাতালে, 
যেখানে সাদা আপ্রন পড়া
দেব্দুতেদের মতো
দাক্তার - নার্সদের ছুটাছুটি আর
বাড়ির লোকের গভীর উদ্বিগ্নতা
এবং অসীম প্রার্থনা
অদৃশ্য ইশ্বরের উদ্দেশ্যে। 
কিন্তু যার জন্য এত কিছু 
সে এখন শুয়ে আছে আইসিউতে 
গভীর যন্ত্রণা আর তীব্র ছটফটানি নিয়ে, 
ভাগ্যের এক অদৃশ্য নির্মম লেখনে ---। 

Tag: এক স্কুল ফেরত বাচ্চা মেয়ের দুঃখজনক অ্যাকসিডেন্ট নিয়ে বাংলা কবিতা 'অ্যাকসিডেন্ট', Bangla Kobita on real accident story of a school going child, Accident, Accident of a school going child, School going child, School, Child, Kobita, Bangla Kobita, Bangla Kobita on accident, অ্যাকসিডেন্ট, বাংলা কবিতা, অ্যাকসিডেন্ট নিয়ে কবিতা, স্কুল ফেরত বাচ্চা,

Bangla Kobita on real accident story of a school going child written by Sourav Bhuniya

No comments