Header Ads

করোনা ও লকডাউন নিয়ে বাংলা প্রেমের কবিতা - তোমার সাথে করোনার গ্রাস হতে চাই। Bengali love poem of Corona and lockdown in India


করোনা ও লকডাউন নিয়ে বাংলা প্রেমের কবিতা - তোমার সাথে করোনার গ্রাস হতে চাই

আজকের এ পৃথিবী যেন জনমানবশূন্য, চারিদিকে শুধু মৃত্যুর মিছিল 

আর শুধু একটাই নাম চারিদিকে শোনা যাচ্ছে। সেটা হল বিশ্ব 

মহামারী করোনা ভাইরাস (কো ভি ডি - ১৯)। বিশ্ব স্ব্যাস্থ সংস্থা একে 

বিশ্ব মহামারীর তকমা দিয়েছে। অনেকে বলছেন এই মহামারী প্রতি 

১০০ বছরে একবার আসে আর প্রচুর মানুষের প্রাণ নিয়ে চলে যায়। 

যেমন - ১৭২০ তে প্লেগ, ১৮২০ তে কলেরা, ১৯২০ তে স্প্যানিশ ফ্লু 

আর এই ২০২০ তে করোনা। কিন্তু এত কিছুর মাঝেও অর্থাৎ এত 

মৃত্যুর মিছিল, আতঙ্কের মাঝে ও কিন্তু ভালোবাসা এখন ও জীবিত 

আছে। তার প্রমান ওই ইতালির ডাক্তার দম্পতি, যারা রোগীদের এই 

মহামারী থেকে মুক্ত করতে গিয়ে নিজেরা ই এর প্রভাবে আসে, 

এবং অবশেষে মৃত্যুর দ্বারে এসে দুজন দুজন কে চুম্বন করে শেষ 

নিঃশ্বাস ত্যাগ করে। এদের প্রেমের কাছে আমি নতজানু হয়ে  আজ 

উনাদের প্রেমের সম্মানে এই কবিতাটি রচনা করলাম। 
করোনা ও লকডাউন নিয়ে বাংলা প্রেমের কবিতা - তোমার সাথে করোনার গ্রাস হতে চাই

তোমার সাথে করোনার গ্রাস হতে চাই

এই পৃথিবীর সমস্ত কোণায় এখন অণুজীব করোনার প্রকোপ
এমন সময়ে তোমার ওই গোলাপি রঙের লিপস্টিক লাগানো ঠোঁটে
আমার ফেটে যাওয়া ঠোঁটের স্পর্শ আর তোমার ওই উষ্ণ প্রশ্বাস অনুভবের
                                                                              তীব্র বাসনা আমার মনে
চারিদিকে নিসচুপ,  দোকানপাট, হোটেল, বাস, ট্রাম সবই বন্ধ,
রাস্তায় চলছে লকডাউনের নামে পুলিশের আতঙ্কের ছড়ি,  
কেউ আবার আতঙ্কে কিংবা করোনার প্রকোপে ঘর নামক খাঁচায় বন্দী
দেশে বাড়ছে অতিমারি প্রতিদিন গুণোত্তর প্রগতির মত,
মরছে জনে জনে আর পাচ্ছে ঠাই ভাগাড়ে বেওয়ারিশ লাশদের সাথে
ঠিক এমন সময় খবর পেলেম, তুমি নাকি আইসোলেশনে ,
করোনা তোমায় গ্রাস করেছে
শোনো, তোমায় বলছি, এমন সময়ে
আমার ভালোমন্দের চিন্তা ছেড়ে,
তোমার কোলে মাথা রেখে, আমাকেও কি করোনার গ্রাস হতে দেবে ?


করোনা ও লকডাউন নিয়ে বাংলা প্রেমের কবিতা - তোমার সাথে করোনার গ্রাস হতে চাই

Tag: corona, corona effect, corona virus, corona in india, corona in westbengal, corona song, corona poem, corona kolkata, corona quotes, corona love, corona romance, corona kabita, corona bangla kobita, corona niye bangla premer kobita, corona niye premer kobita, lockdown. lockdown niye bangla kobita, lockdown in india, lockdown in kolkata, lockdown niye premer kobita, lockdown niye bangla premer kobita, romance, romantic poem, romantic poem in bengali, bangla romantic kobita line, করোনা, করোনা ভাইরাস, লকডাউন, ভারতে লকডাউন, কলকাতায় লকডাউন, ভারতে করোনার প্রভাব, করোনা রোমান্স, করোনা প্রেম, করোনা নিয়ে বাংলা কবিতা, করোনা নিয়ে বাংলা প্রেমের কবিতা

করোনা ও লকডাউন নিয়ে বাংলা প্রেমের কবিতা - তোমার সাথে করোনার গ্রাস হতে চাই

No comments