ডায়েরির পাতা থেকে - ৭ম। জীবনের কিছু ভুল যার প্রায়শ্চিত্ত হয়তো আর কোনোদিন সম্ভব নয়। Some mistakes of my life
তাং - ৮/২/২০১৯ (ইং)
আমার জীবনের একটা শুক্রবার চিরদিনের জন্য বিদায় নিল। সে আর কোনদিন ফিরবে না; হ্যাঁ, রীতিমত অন্যান্য অনেক শুক্রবার নতুন করে আসবে, যাবে কিন্তু এই শুক্রবার আর কোনোদিন ফিরে আসবে না।
আজকের সারাদিনটা কেমন যেন একটা অগোছালো, বিত্রিস্ত ভাবে, ভালো করে সহজ ভাষায় বলতে গেলে আজকের দিনটা খুব বাজেভাবে কাটল।
আজ অফিসে এত কাজের চাপ, বসের কিচকিচানি, আর মাথার যতসব আজগুবি চিন্তা সব মিলিয়ে মাথাটাকে পুরো ১২০°C এর উত্তাপে জ্বলন্ত লাল রঙের লোহার রঙের মত করিয়ে দিয়েছিল, যার দরুন রাত্রে ফোনে মার সাথে কথা বলতে গিয়ে সমস্ত গরম উনার উপর আমার কটু মুখ দিয়ে নির্গত করে দিয়েছিলাম।
মা সব চুপ করে শুনেছে, প্রত্যুত্তরে কিছুই বলেনি। এখন মাথাটা ঠাণ্ডা হতেই খুব খারাপ লাগছে। এমনিতে বাড়িতে একা, অসুস্থ মানুষকে এভাবে কেন বললাম কে জানে?
যা বলেছি, মায়ের জায়গায় অন্য কেউ থাকলে বোধ হয় আমাকে আর পুনরায় এ পৃথিবীর আর দেখতে দিত না। কিন্তু 'মা' তো, সে তো এক অন্যরকম ধাতু দিয়ে গড়া।
খুব খারাপ লাগছে। সরি, মা!, কাল কিন্তু মায়ের কাছে ক্ষমা চাইতেই হবে, জানি আমার কথাগুলো মা হয়তো এত সিরিয়াসলি নেননি, হেসে উড়িয়ে দিয়েছেন, কিন্তু আমাকে তো আমার ভুলের প্রায়সচিত্ত করতে হবে, সে যতই ছোট কিংবা বড় হোক না কেন।
কাল পরীক্ষা, খুব বড় একটা পরীক্ষা। WBCS পরীক্ষা। West Bengal Civil Service Examination , আমাকেও দিতে হবে, ফর্ম ফিলাপ করেছি এতগুলো টাকা দিয়ে, পরিক্ষায় না বসে আর কোথায় যাব ?
কিন্তু ভাবছি কি উত্তর দেব পরিক্ষায়? কিছুই তো জানি না। 😯😯😯😯
আমি যেন থিক ওই যোদ্ধা, যার না আছে যুদ্ধের কোন প্রস্তুতি, না আছে তরোয়ালে ধার। সেই সৈনিকের যুদ্ধে মৃত্যু তো অবশ্যম্ভাবী।
আমারও বোধ হয় যুদ্ধে ওই একি অবস্থা হবে। কে জানে কি হবে?
'কাল' কে দেখেছে? তাই আজ 'আজ' কে নিয়েই থাকি, 'কাল' এর কথা কালই ভাবা যাবে।
চলি, কাল দেখা হবে, যদি কাল থাকে তো।
তাং - ৯/২/২০১৯ (ইং)
আজকের দিনটা শুধু শুধু অপচয় হল। সকাল থেকেই শুধু মোবাইল ই ঘাঁটাঘাঁটি করেছি, আর কিছুই করিনি।
আজ আমার একটি চাকরির পরীক্ষা ছিল, কিন্তু আমি পরীক্ষা দিতেই যাইনি; গিয়েই বা কি করতাম?
অস্ত্র - শস্ত্র, বর্ম কিছু না নিয়েই যুদ্ধে গিয়েই বা কি করতাম?
সারাদিন অফিসের কাজের চাপ, ঊর্ধ্ব চাপ, পার্শ্ব চাপ, নিম্ন চাপ এসব কাটিয়ে পরিক্ষার প্রস্তুতি নেবার সময় আমার হল কোথায়? তাই বেকার পরীক্ষা দিতে গেলেই বা কি লাভ হত?
কিন্তু দুঃখ একটাই, এই সত্যি কথাটা বাবা-মা কে বলতে পারলাম না। বললে উনারা কষ্ট পেতেন। আমার জন্য উনারা এত আশা করে বসে আছেন, আর আমি উনাদের আশা - আকাঙ্খার কোন মর্যাদাই রাখতে পারছি না। আর কি করব?
তাই বলছি আজ সারাদিনটা নষ্ট হল। আমার জীবনটা যে ঠিক কোন দিকে এগোচ্ছে কে জানে ?
Post a Comment