কিছু অনামা আধুনিক কবির কবিতা । some poems of unknown poets
আজ আমি আপনাদের জন্য কিছু কবিতার ভাণ্ডার এনেছি, বিশেষ করে প্রেমের কবিতা। আজকের এই কবিতা গুলি আমার লেখা নয়।
এই কবিতাগুলোর কবির নাম আমার জানা নেই, বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছি। যদি কেউ জেনে থাকেন তবে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে।
তাহলে শুরু করা যাক ।
।।১।।
আমি তোমার সম্মতি চাই
তোমাকে নিয়ে কবিতা লিখব
আমাদের ভালোবাসার স্মৃতি
কবিতা হয়ে বেঁচে থাকবে।
তোমাকে নিয়ে কবিতা লিখব
আমাদের ভালোবাসার স্মৃতি
কবিতা হয়ে বেঁচে থাকবে।
।।২।।
আছে আমার হৃদয় আছে ভরে
এখন তুমি যা খুশি তাই করো।
এমনি যদি বিরাজ অন্তরে
বাহির হতে সকলই মোর হরো।
সব পিপাসার যেথায় অবসান
সেথায় যদি পূর্ণ করো প্রান
তাহার পরে মরুপথের মাঝে
উঠে রৌদ্র উঠুক খরতর।
।।৩।।
'ভালোবাসি' এই কথাটি বলতে গিয়ে
কণ্ঠে লাগে সংকোচের ফাঁসি ?
এমন তো নয়, ভালোবাসা এবার প্রথম
হৃদয় জুড়ে হলো পুশপরাশি।
ইতিমধ্যে তোমার আগে বহুজনই
আমার কাছে শুনেছে এই বাঁশি ।
একে আমার অপরাধের কালো ভেবে
করুক লোকে নিত্য হাসাহাসি,
তুমি ঘৃণায় ও - মুখ তোমার সরাও যদি,
বলবো তবু বলবো ভালোবাসি। '
Post a Comment