ছোট বেলায় আমার লেখা কবিতা - ১। কবিতা - নিমন্ত্রন। Bangla Chotoder Kobita Nimontron
আমি অনেক ছোট বেলা থেকেই কবিতা পড়তে ও লিখতে ভালবাসতাম। প্রথম দিকে নানান কবিদের কবিতা অনুকরন করে কবিতা লিখতাম।
তেমনই একটা কবিতা, কবি জসীম উদ্দিন এর 'নিমন্ত্রন' কবিতা টিকে অনুকরন করে আমিও একটি কবিতা লিখেছিলাম।
কবিতাটি পুরোপুরি অনুকরন করে লেখা। আজ অনেকদিন পরে মনে হল আপনাদের সাথে শেয়ার করতে। ভালো লাগলে কমেন্টে জানাবেন।
কবিতাটির মাধ্যমে আমি আমার ছোট বেলার গ্রামের পথ, পুকুর, গাছ-পালার কথা তুলে ধরেছি; যার অস্তিত্ব আজ আর নেই । সব উন্নত সভ্যতার জন্য নিজেদের কে বলি দিয়েছে।
চাইলে ও আমরা এখন আর সেই ছোটবেলার পুরানো দিনে ফিরতে পারব না, কিন্তু সেই পুরানো হারিয়ে যাওয়া দিনের স্মৃতি চারন করে কিছুটা তো সেই হারানো দিনের মাঝে যেতে পারি !!!
তাহলে চলুন কবিতা টা শুরু করা যাক।
নিমন্ত্রন
আমার বাড়ি যাইও বন্ধু
বসতে দেব পিঁড়ে
জলপান যে করতে দেব
বোরো ধানের চিঁরে।
বোরো ধানের চিঁরে দেব
আমন ধানের খৈ,
বাড়ির গাছের চিনি কলা
পেয়ালা ভরা দৈ।
জাম কাঁঠালের বনের ধারে
শুইও আঁচল পাতি
তালের পাখা দুলিয়ে বাতাস
করব সারারাতি।
চাঁদমুখে তোর চাঁদের কিরণ
মাখিয়ে দেব মুখে,
জবা ফুলের মালা গাঁথি
জড়িয়ে দেব বুকে।
বাউল গানের শব্দ শুনি
জেগো সকাল বেলা,
সারাটা দিন তোমায় লয়ে
করব আমি খেলা।
আমার বাড়ির জবা গাছে
জবা ফুলের হাসি,
আমার দীঘির স্বচ্ছ জলে
হাঁস গুলি যায় ভাসি।
আমার বাড়ি যাইও বন্ধু
এই বরাবর পথ,
শিউলি ফুলের গন্ধ শুঁকে
থামিও তব পদ।
আরও কিছু কবিতা পড়তে নীচের লিঙ্ক গুলোতে ক্লিক করুন।
Post a Comment