সত্যি খুব খারাপ লাগে যখন কেউ ভুল বুঝে চলে যায়। কলমে - সৌরভ । Sotyi khub kharap lage, jokhon keu vul bujhe chole jay, written by Sourav Bhuniya
সত্যি খুব খারাপ লাগে, যখন কেউ ভুল বুঝে। যখন কেউ ভুল বুঝে কথা বলা বন্ধ করে দেয়, অনলাইনে থেকেও, ম্যাসেজ গুলো সিন করেও কোনো রিপ্লাই দেয় না। খুব খারাপ লাগে তখন। যে মানুষটা একদিন কথা না বললে অভিমান করত, সামান্য একটা কণ্ঠ স্বরের জন্য সারাদিন ধরে অপেক্ষা করত, সেই মানুষটা আজ কথা বলতে চায় না।
সত্যি খুব খারাপ লাগে।
হয়তো আমাদের ই কোনো এক ভুলে সে দূর হয়ে গেছে। কিন্তু সামান্য একটা ভুল বোঝাবুঝি কি ঠিক করা যায় না। নিজের ইগো কে দূরে সরিয়ে রেখে কি একে অপরকে ক্ষমা করা যায় না!!!!
সত্যি খুব খারাপ লাগে।
এভাবেই সামান্য একটু ভুল বোঝাবুঝি, কিছু ইগোর লড়াইয়ে অনেক সম্পর্ক তৈরি হবার আগেই শেষ হয়ে যায়।
আসলে কি জানেন তো, পুরুষ মানুষের মেয়েদের মন কিংবা কথা বোঝার ক্ষমতা নেই। মেয়েরা এক বললে ওরা অন্য কিছু বোঝে।
আর মেয়েরা ও কখনো স্পষ্ট করে তার প্রিয় মানুষ টাকে বলে না যে সে কি চায়? তার চাহিদা, ভালো লাগা এসব কখনো স্পষ্ট করে বলে না অথবা বলতে পারে না। তারা মনে করে প্রিয় মানুষ টা তার চোখ মুখ দেখেই বুঝে নেবে কি বলতে চায়। কিন্তু এমন টা হয় না।
আমরা পুরুষরা ও কখনো সখনোএক কথা বলতে গিয়ে অন্য কিছু বলে ফেলি। আমাদের ভাবনায় এক কথা ছিল, কিন্তু যখন সেটা বলি, সেটা অন্য কথা হয়ে যায়।
Picture Credit: Google Image |
আরও পড়ুন ঃ কিছু চাওয়া না পাওয়া ই ভালো, সব পেলে ব্যর্থ জীবন।
Post a Comment