Header Ads

কিছু চাওয়া না পাওয়া ই ভালো, সব পেলে ব্যর্থ জীবন। Kichu chaowa na paowai valo, sob pele byortho jibon| Inspirational quote by Sourav Bhuniya

 
আজকের যুগের আমাদের এই শতাব্দীর তরুণ - তরুণীদের যেন সব কিছু হাতের মুঠোয় পেতে হবে, সব স্বপ্ন পূরণ করতে হবে এবং তাও যেন সাথে সাথে। একটুকুও ধৈর্য নেই, না পেলেই যেন জীবন শেষ।

"কিছু চাওয়া না পাওয়া ই ভালো, সব পেলে ব্যর্থ জীবন।" 

সত্যিই ব্যর্থ ই তো। 'হ্যাপি প্রিন্সের' মতো বিরম্বনাময় জীবন কে ই বা চায়। 

জীবনে যদি সব চাওয়া ই পাওয়া হয়ে গেল, তাহলে তো শুধু সুখ আর সুখ। শুধু সুখ, কোনো দুঃখ নেই, তার মতো বিড়ম্বনা আর কি বা আছে? 

অন্ধকার আছে বলেই আমরা আলো কে এত মর্যাদা দেই। খারাপ আছে বলেই ভালোকে আমরা এত মাথায় তুলে নাচি। দুঃখ আছে বলেই একটুকু সুখের জন্য পথ চেয়ে থাকি। ব্যর্থতা আছে বলেই তো সাফল্যতার এত দাম। 

নইলে এদের কে জানত? কে মর্যাদা দিত? কে এত মাথায় তুলে নাচত? কে এত পথ চেয়ে থাকত? 

আমাদের হৃদস্পন্দন টাই দেখুন না, আমরা ততক্ষণই বেঁচে আছি, যতক্ষণ আমাদের হৃদস্পন্দন অথা-নামা করে, যখন অথা-নামা বন্ধ, আমরাও পটল তুললাম। 😃😃

সেরকম জীবনে যদি ওঠা-নামা না থাকে, সুখ-দুঃখ না থাকে, ব্যর্থতা-সাফল্য না আসে তাহলে তো জীবনটাই বোরিং হয়ে যাবে। 

সব চাওয়া ই যদি পাওয়া হয়ে যায়; তাহলে কাকে শোনাব আমাদের গল্প? কে শুনবে এত ইন্সপিরেশনাল, মোটিভেশনাল ডায়লগ? 

আরও পরুনঃ ইন্সপিরেশনাল স্ট্যাটাস , মোটিভেশনাল স্ট্যাটাস 

কে পড়বে এত কবিতা, গল্প? কে দেখবে এত সিনেমা? সব ই বেকার হয়ে যাবে। 

আরও পড়ুন ঃ সিনেমা রিভিউ 

এই দেখুন না, ধরুন আজ সকালে আমি একটা চেকলিস্ট বানালাম যে আমি এই এই কয়েকটা কাজ করব। দিনের শেষে দেখলাম একটা না একটা কাজ তো বাকি থেকেই গেছে। এটাই স্বাভাবিক। সব কাজ; সব চাওয়া কখনো পূরণ হয় না। 

কেউ ওনার সারা জীবনের গোল বানান যে, উনি সারা দুনিয়া ঘুরবেন, একটা স্টার্টআপ করবেন, একজন ভালো সুন্দরী - গুণবতী মেয়ের সাথে বিয়ে করবেন, ইত্যাদি ইত্যাদি। তাঁর হয়তো দুটি গোল পূর্ণ হল কিন্তু একটা গোল বাকি থেকে গেল। এটাই হয়। তিনটি গোল কখনও পুরো হবে না। কিছু না কিছু একটা তো বাকি থেকেই যাবে। 

একজন মধ্যবিত্ত ঘরের ছেলে অনেক কষ্ট করে পড়াশুনা করে, টিউশন পরিয়ে, কিছু উপার্জন করে সংসার চালাত। তার অনেক স্বপ্ন ছিল। অনেক কিছু, তার মধ্যে কয়েকটা পূরণ হল, যেমন - সে সরকারি চাকরি পেল, বাবার চিকিৎসা করাল, একটা ভালো মেয়েকে বিয়ে করে সুন্দর একটা সাজানো সংসার পেল। সবই পেল কিন্তু পেলনা তার ভালোবাসা, তার সবচেয়ে কাছের মানুষ টাকে , যার সাথে সে সারাটা জীবন চলবে বলে কথা দিয়েছিল। কিন্তু  যে আজ অন্যের ঘরে, অন্যের জীবন জুড়ে । 

আরও পড়ুন ঃ আজকের বাস্তবের এক মধ্যবিত্ত বেকার যুবকের আত্মকথা। একটি বেকার যুবক যে মাথার ওপর গুরু দায়িত্ব নিয়ে দাঁতে দাঁত চেপে, খালি পেটে দিনের পর দিন গায়ের গতর খাটিয়ে, টিউশন পরিয়ে অন্য তুলে দেয় বুড়ো বাবা-মা ও ছোট ভাই-বোনের মুখে। এত বড় বলিদানের পরেও সমাজে তার কোনো দাম নেই, কারণ সে বেকার। এই মধ্যবিত্ত বেকারদের জীবন খুব সুন্দর করে তুলে ধরার যথাসাধ্য চেষ্টা করা হয়েছে মাত্র এই কবিতায়, যার নাম – "আমি সেই ছেলে"।

একজন খুব বড় ব্যবসায়ী। সে একদিন খুব গরীব খেটে খাওয়া দিন-মজুরের ছেলে ছিল, যাদের নুন আনতে পান্তা ফুরাত। তার ও অনেক স্বপ্ন ছিল। তার মধ্যে একটা স্বপ্ন তো সে পূরণ করল নিজের চেষ্টায় একটা বড় ব্যবসা দাঁড় করাল। কিন্তু তার যে এত সম্পদ, এত গাড়ি - বাড়ি, এত কিছু; তার কোন কিছুই তার মা আর দেখে যেতে পারলেন না। তার আগেই তিনি  এ ভবলীলা সাঙ্গ করলেন। 

এই যেমন বিশ্বের সেরা দশ ধনীদের মধ্যে একজন 'বিল গেটস', সেরা সুদর্গ্রিশন পুরুষ  গ্রীক গড 'হৃতিক রোশন' ; এদের তো সবই আছে, সুখ আর সুখ, কিন্তু স্ত্রী সুখ নেই। দুজনেই ডিভোর্সি। 

তাই জীবনে সব কিছু পাওয়া আর হয় না। কিছু চাওয়া না পাওয়া ই থেকে যায়। আর এই কিছু পাওয়া, কিছু না পাওয়া নিয়ে ই আমাদের সারাটা জীবন কাটাতে হয়। 

কিন্তু অনেকে এখানেই হার মেনে যায় জীবনের কাছে। কয়েকটা না পাওয়ার কারণে ডিপ্রেশনে চলে যায়, কেউ কাউ তো আবার সুইসাইড করে নেয়। 

যেমনটা - বর্তমানে আমাদের তিন বাঙ্গালী মডেল কাম অভিনেত্রী দের সাথে ঘটল। 

সব ই তো পেয়েছিল ওরা এত অল্প বয়সে। নাম, যশ, খ্যাতি, টাকা, বয়ফ্রেন্ড, রঙ্গিন জীবন। কিন্তু সামান্য কয়েকটা না পাওয়া স্বপ্নের জন্য নিজেদের অমূল্য জীবনটাকে বিসর্জন দিল !!!

আজকের যুগের আমাদের এই শতাব্দীর তরুণ - তরুণীদের যেন সব কিছু হাতের মুঠোয় পেতে হবে, সব স্বপ্ন পূরণ করতে হবে এবং তাও যেন সাথে সাথে। একটুকুও ধৈর্য নেই, না পেলেই যেন জীবন শেষ। 

এমন টা কেন? যা পেয়েছি তাকেই আর একটু ভালো করে শান দেই না, যা পাইনি তাকে নিয়ে কেন এত দুশ্চিন্তা , কেন এত কষ্ট? 

তবে সব শেষে এটাই বল; যা পেয়েছি, যে স্বপ্ন পূরণ হয়েছে, তাকে নিয়েই সুখী থাকতে। হ্যাঁ, অবশ্য্ই  যেটা পাইনি তা পাবার জন্য অবশ্যই লড়াই করব, কিন্তু তার জন্য যা আগে পেয়েছি তাকে ফেলে দিয়ে নয়। যা পাইনি তার জন্য এতটা ডিপ্রেশনে চলে যাব না যার জন্য নিজেকে শেষ করে দিতে হয়্। 

জীবন টা তো লরাইয়ের ময়দান। এখানে ওঠা - নামা থাকবে, সুখ - দুঃখ থাকবে, সব কিছুকে মানিয়ে নিয়েই আমাদের চলতে হবে। 

হার মেনে নিলেই তো সব শেষ। আর অবশ্যই যা পেয়েছি, যে স্বপ্ন পূরণ হয়েছে, তার জন্য নিজেকে, নিজের পরিবারকে, বন্ধু - আত্মিয় এবং ভগবান কে ধন্যবাদ দিতে হবে এবং সুখী থাকতে হবে। 

এই তো হল জীবনে ভালো থাকার, সুখী থাকার মন্ত্র। নইলে জীবন কিসের? সে যেন এক জিন্দা লাশ। 

আরও পড়ুন ঃ জীবন কীসের জন্য ?


Tag: কিছু চাওয়া না পাওয়া ই ভালো, সব পেলে ব্যর্থ জীবন, Kichu chaowa na paowai valo, sob pele byortho jibon, Inspirational quote by Sourav Bhuniya, motivational status, life status, Bill gates, Hritik Roshan, Bekar chele, modhyobitto, 

No comments