যদি কখনও হারিয়ে যাই। বাংলা প্রেমের কবিতা। সৌরভের কবিতা। Jodi Kokhono Hariye Jai Bangla Premer Kobita, Kolome Sourav Bhuniya
যদি কোন দিন আমি হারিয়ে যাই না ফেরার দেশে,
যদি কোনদিন ফেসবুকে দেখ আমার নামের পাশে নীল আলোটি আর জ্বলছে না,
যদি দেখ টেলিগ্রাম, হোয়াটসআপে তোমার পাঠানো ম্যাসেজ টা দিনের পর দিন আর সিন হচ্ছে না,
যদি কোনোদিন আমায় বারে বারে কল করে সুইচ অফ পাও,
তবে কি আমার খোঁজ নেবে?
যদি কোন দিন জানতে পার, আমি আর নেই
তবে কি তুমি দুঃখ পাবে?
আচ্ছা ,আমি চলে যাবার বছর খানেক পরে ও কি তুমি আমায় মনে রাখবে?
মনে রাখবে, আমাদের কথা, হাসি - কান্না, সুখ - দুঃখের মুহূর্ত গুলো!
তখন বোধ হয় তোমার জীবনে নতুন মানুষ আসবে, নতুন প্রেম, নতুন অনুভুতি;
তাকে কি কখনও আমাদের কথা বলবে!
তাকে কি কখনও ঐ আকাশের দিকে আঙ্গুল তুলে কোন এক নক্ষত্রে আমার ছবি দেখাবে?
আচ্ছা কখনও আমার কথা মনে পড়লে কি
ঐ বিছানায় বালিশ আঁকড়ে ফুটফুটিয়ে কাঁদবে?
কখনও পূর্ণিমার রাতে যখন হালকা বাতাস তোমায় ছুঁয়ে যাবে,
তখন কি আমার ঐ হালকা ছোঁয়া, আমার আলিঙ্গন এসব তোমার মনে পড়বে?
দুর্গা পুজোয় যখন তোমার প্রেমিকের হাত ধরে প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরবে,
যখন অষ্টমীতে শাড়ি পরে ওর সাথে হাত জোড় করে পুস্পাঞ্জলি দেবে,
তখন কি তোমার মনে পড়বে
আমার ঐ চোখ টেরিয়ে তোমার দিকে তাকানো,
আমাদের প্রথম চুমু খাওয়ার কথা!!!
সরস্বতী পুজোর দিন যখন তুমি তোমার শাড়ির কুচি টা ঠিক মত পড়তে পারবে না,
তখন কি খেয়াল বশে আমার নাম টা ডেকে ওঠবে?
তোমার বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া হলে, বাবা মায়ের বকুনি খেলে কিংবা কোনো বন্ধুর সাথে ঝগড়া হয়ে, মনখারাপ হলে
তুমি কি আমায় যা নাই তা শোনাবে?
কখনো কি আমার পাঠানো পুরানো ম্যাসেজ গুলো,
আমার দেবা পুরানো গিফট গুলো যখন আলমারি খুলে দেখতে পাবে ---
তখন কি তোমার চোখ বেয়ে গড়িয়ে নামবে
আমার নামের অশ্রুধারা
আর হৃদয় হতে বলবে ----
ভালোবাসি ভালোবাসি ভালোবাসি???
Picture Credit: Google Image |
আরও পড়ুন ঃ প্রাক্তন । সৌরভের ব্যর্থ প্রেমের কবিতা।
Post a Comment