কোনো সম্পর্কে এগোনোর জন্য অতীত জানাটা কি খুব প্রয়োজন? Is it really necessary to know the past in order to move forward in a relationship?
আসলে কোনো সম্পর্কে অতীত টা জানা খুবই দরকার। নইলে পরে সম্পর্কে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়।
সন্দেহ, অবিশ্বাস অনেক বেশি করে দানা বাঁধবে যখন অতীত টা প্রিয় মানুষের কাছ থেকে না জেনে অন্য কারোর কাছ থেকে সে জানতে পারবে।
তাই অতীত টা সম্পর্কের শুরুতেই জানিয়ে দেবা ভালো। এটা জেনেও যদি কেউ সাথে থাকে তাহলে সে সারাজীবন থাকবে ।
আর যদি না জেনে কিংবা অর্ধ সত্য জেনে থাকে, তবে ভবিষ্যতে সবটা জানার পরে যদিও বা সম্পর্কটা টেকে, তবেও সেটা টেকার চেয়ে না টেকাই ভালো। কারণ সম্পর্কটা তখন একটা ধুঁকতে থাকা সম্পর্ক।
বিশ্বাস টা ঠিক কাঁচের মত। একবার ভেঙে গেলে জোড়া লাগানো মুশকিল। যদিও বা জোড়া লাগে, তবেও একটা দাগ থেকে যায়, যেটা কোনো দাগ তোলার মলম দিয়েও ওঠানো সম্ভব নয়।
Post a Comment