কেন সম্পর্কে ছেলেদেরকেই সবসময় ভুল বোঝা হয় ? Why are boys always misunderstood in relationships?
একটা সম্পর্কে বেশিরভাগ ক্ষেত্রেই সবসময় ছেলেদের ভুল বোঝা হয়।
বলা হয় যে, ছেলেরা শুধু শরীর চেনে। কথায় কথায় শুধুমাত্র ফিজিকাল হতে চায়। ভালোবাসা ওদের কাছে কোনো ম্যাটার করে না।
এটা অনেকাংশে সত্য হলেও, পুরোপুরি সত্য নয়।
সত্য জানতে হলে এর আসল কারণটা জানতে হবে। জানতে হবে নেচার ওদের ঠিক কিভাবে বানিয়েছে।
কিন্তু কে অত দায়িত্ব নেয়?
আমাদের ছেলেদের কথা কে অত ভাবে? আমাদের ছেলেদের ভালো থাকা, খারাপ থাকাতে কার কি আসে যায় !!!
সবাই তো অবলা, বেচারা এই সব অজুহাতে মেয়েদের নিয়ে, ওদের ভালো মন্দ, ওদের অধিকার এসব নিয়েই ব্যস্ত থাকে। ছেলেদের দুঃখ - কষ্ট, ব্যথা - যন্ত্রণা, মানসিক পীড়া, চাওয়া - পাওয়ার কথার কে আর খবর রাখে......!!!
আসলে কি জান,
যখন ভালোবাসার প্রশ্ন আসে, তখন ছেলেদের আর মেয়েদের ভালোবাসার ধরনটা, ভালোবাসার প্রকাশের ধরন - এ সব কিছুই একটু আলাদা হয়।
মেয়েদের ভালোবাসাটা বেশিরভাগটাই ভার্বাল ও ইমোশনাল হয়।
অর্থাৎ, রোমান্টিক কথা, পাশাপাশি হাঁটা, গিফট দেওয়া - নেওয়া, মেন্টাল সাপোর্ট করা - এভাবেই ওরা ওদের ভালোবাসা খুঁজে নেয়, প্রকাশ করে।
আর ওরা ও প্রত্যাশা করে, যে ছেলেরাও তাদের মত সেভাবেই গিফট দেওয়া - নেওয়া, পাশে থাকা, কথা বলা, চোখা - চোখির মাধ্যমে ভালোবাসা খুঁজে নেবে।
কিন্তু সমস্যাটা সেখানেই।
প্রকৃতি ছেলেদেরকে একটু অন্যরকম বানিয়েছে। ছেলেরা ওদের ভালোবাসা খুঁজে পায় এবং তাদের ভালোবাসা প্রকাশের মাধ্যম বেশির ভাগটাই শারীরিক।
যেমন - হাত ধরা, কিসিং, জড়িয়ে ধরা, ইত্যাদি ইত্যাদি নানান ফিজিকাল একটিভিটি।
কিন্তু এটাকেই মেয়েরা ভুল বোঝে।
ভাবে ছেলেরা তাদের ভালো বাসে না, শুধুমাত্র তাদের শরীর পেতে চায়।
কিন্তু যেখানে প্রকৃতি ছেলে ও মেয়েদের গঠন, মানসিকতা ও চরিত্র সবকিছুই একটু আলাদা রকমের বানিয়েছে, সেখানে আমাদের কি করার আছে!!!
Post a Comment