Header Ads

What is the name of the poetry book self written by Buddhadeb Bhattacharjee?


বুদ্ধদেব ভট্টাচার্য, আমাদের পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি শুধুমাত্র একজন জননেতা ই ছিলেন না, তিনি একজন খুব উচ্চমানের সংস্কৃতি পরায়ন মানুষ ও ছিলেন। 

তিনি তাঁর জীবনকালে কয়েকটি বই লেখালেখি করেছিলেন। 

তাঁর লেখা কয়েকটি কবিতা গ্রন্থ ছিল - স্বর্গের নীচে মহা বিশৃঙ্খলা, রচনা প্রভা। 

এছাড়াও তাঁর লেখা আরও কয়েকটি বই হল - দুঃসময়, নাৎসি জার্মানি জন্ম এবং মৃত্যু।  


No comments