মানুষের জন্য টাকা, টাকার জন্য মানুষ নয় । Money is for people, not people for money.
একটা কথা কি জান, " মানুষের জন্য টাকা, টাকার জন্য মানুষ নয় ।"
আজ টাকা ও সম্পর্কের টানাপোড়েনে, যে সম্পর্ককে অবহেলা করছ, একদিন সেই সম্পর্ক তোমায় কাঁদিয়ে একাকী করে চলে যাবে। সেদিন এত এত টাকা থাকা সত্বেও তুমি নিঃস্ব হয়েই থেকে যাবে।
মানছি, টাকার প্রয়োজন আছে বেঁচে থাকার জন্য। কিন্তু টাকাই সবকিছু নয়।
টাকার সাথে সম্পর্কটাও খুব জরুরী। আর কোনো সম্পর্ক বাঁচিয়ে রাখতে, টাকার সাথে তোমার সময়টাও খুব গুরুত্বপূর্ণ।
পাশের মানুষটাকে সঠিক সময়ে সঠিক অ্যাটেনশন দেওয়াটাও খুব জরুরী।
কোনো কিছুর অতিরিক্ত কোনোদিনই ভালো ফল দেয় না।
তাই টাকা ও সম্পর্কের টানাপোড়েনে দুটোকেই সমান ভাবে ব্যালেন্স করে চলা উচিত। নইলে পরে পস্তাতে হয়।
চোর চুরি করে পালিয়ে যাওয়ার পরে নতুন নতুন বুদ্ধি বের করে আর লাভ টা কি??? ততক্ষনে তো যেটা হারানোর, সেটা তো হারিয়েই গেছে। সেতো আর ফেরৎ পাওয়া যাবে না!!!
Post a Comment