মায়া এক অদৃশ্য তীব্র কষ্ট । Maya ek odrishyo tibro kosto
লোকে বলে শারীরিক কষ্ট নাকি খুব যন্ত্রণা দেয়। কিন্তু সত্যিটা কি জানেন, শারীরিক কষ্টের চেয়ে মানসিক কষ্টটা মানুষকে বেশী করে যন্ত্রণা দেয়।
এই মানসিক কষ্ট গুলো আরো বেশি তীব্র হয়, কারণ এগুলো চোখে দেখা যায় না, কিন্তু এর তীব্রতা খুব করে অনুভূত হয়।
এই মানসিক কষ্ট গুলো মধ্যে সবচেয়ে অদৃশ্য তীব্র এক কষ্টের নাম কী জানেন?
সেটা হলো মায়া।
বিচ্ছেদের যন্ত্রণা তো মানুষ ভুলেই যেতে পারে, কিন্তু এই মায়ার যন্ত্রণা না দেয় মানুষকে ঘুমাতে, না জেগে থাকতে। না দেয় মরতে, না বেঁচে থাকতে। বেঁচে থেকেও সে যেন জীবন্ত লাশ হয়ে থাকে...।
Post a Comment