Shailesh Dey biography in Bangla
আজ কথা বলব, একজন স্বাধীনতা সংগ্রামীর কথা, যিনি কোনো রকম সক্রিয় ভাবে স্বাধীনতা সংগ্রামে যুক্ত না থেকেও একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন।
তাঁর সাথে সেই সময়ে বহু বিপ্লবীর যোগাযোগ ছিল, কিন্তু কোনো রকম সক্রিয় রাজনীতি তে তিনি যোগদান করেননি।
তিনি ভারতের বিপ্লবী সংগ্রাম নিয়ে অনেক লেখালেখি করেছিলেন।
তাঁর খুব উল্লেখযোগ্য লেখা গুলোর মধ্যে ছিলঃ
- রক্ত দিয়ে গড়া
- রক্তের অক্ষরে
- আমি সুভাষ বলছি
- ক্ষমা নেই
- ওরা আকাশে জাগাতো ঝড়
- শপথ নিলাম
- বিনয় বাদল দীনেশ
- ফাঁসি মঞ্চ থেকে
- গান্ধীজি ও নেতাজী
- দিনান্তের আলো
- মৃত্যুর চেয়ে বড়
- যেন ভুলে না যাই
- মোহনবাগানের মেয়ে
- জ্যোতি বসু জবাব দাও
শোনা যায় যে, তিনি কবি নজ্রুলের চিকিৎসার ভার ও এক্ সময় নিয়েছিলেন। তাঁর লেখা 'আমি সুভাষ বলছি' আজও নেতাজীর প্রামান্য জীবনী হিসাবে দেখা হয়।
এবার আসি তাঁর প্রারম্ভিক জীবন নিয়ে কিছু কথায় -
বাঙালি লেখক ও বাংলা তথা ভারতের স্বাধীনতা সংগ্রামের একজন অন্যতম ইতিহাস রচয়িতা , অধুনা বাংলাদেশের ফরিদপুর জেলায় জন্মগ্রহন করেন।
প্রথম জীবনে ঢাকা বেতার কেন্দ্রের সঙ্গীত শিল্পী রুপে আত্মপ্রকাশ তাঁর।
তাঁর বন্ধু ছিলেন অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায় ।
দেশ বিভাগের পর তিনি কলকাতায় আসেন এবং এখানেই স্থায়ী ভাবে থেকে যান।
Post a Comment