What is the first scientific Patrika in Bengali?
আজকাল পত্রিকা পড়ার প্রচলন প্রায় নেই বললেই চলে। এই কম্পিউটার, স্মার্ট ফোনের যুগে কে আর সেই পুরানো পত্রিকা, ম্যগাজিন পড়তে চায়!
তবে হ্যাঁ, এখনও কিছু মানুষ আছেন যারা পত্রিকা পড়ার প্রচলন টা ধরে রেখেছেন। তাইতো এখনও পত্রিকা বাজারে বিক্রি হয়।
সাধারণত পত্রিকা বলতে আমাদের সবার মনে পড়ে, কবিতা, গল্প, উপন্যাস, রাজনীতি, সাম্প্রতিক খবর নিয়ে একদম ফুল প্যাকেজ।
এবার পত্রিকা নানান প্রকারের হয়, যেমন - দৈনিক পত্রিকা, সাপ্তাহিক পত্রিকা, মাসিক পত্রিকা, ইত্যাদি।
এবার আসছি এক্টু অন্য ধরনের পত্রিকা নিয়ে।
আজ কথা বলব বিজ্ঞান পত্রিকা নিয়ে। বিজ্ঞান পত্রিকা, অর্থাৎ যে পত্রিকায় নানান বিজ্ঞানের কাহিনী নিয়ে আলোচনা করা হয়।
তো অন্যান্য ভাষার মতো বাংলাতেও বিজ্ঞান পত্রিকা প্রকাশিত হত এবং এখনও হয়।
এবার চল, একটু পেছন দিকে হাঁটা দেই।
অর্থাৎ, বাংলার প্রথম বিজ্ঞান পত্রিকা কবে প্রকাশিত হয়?
বাংলা ভাষায় প্রথম বৈজ্ঞানিক পত্রিকা ছিল " বিজ্ঞান " যা ১৯১৩ সালে সত্যেন্দ্রনাথ বসু প্রথম প্রকাশ করেন। সেটিই ছিল বাংলা ভাষার প্রথম বিজ্ঞান পত্রিকা। এটি ছিল বাংলা ভাষায় প্রকাশিত একটি নিয়মিত পত্রিকা।
এবং ১৯১৬ সালে " বিজ্ঞান " পত্রিকায় প্রকাশিত লেখা গুলোকে বাছাই করে একটি সংকলন হিসাবে " বিজ্ঞান পত্রিকা " প্রকাশিত হয়েছিল। এটি ছিল বাংলা ভাষায় বিজ্ঞান বিষয়ক লেখা গুলোকে এক জায়গায় নিয়ে আসার উদ্যোগ।
Post a Comment