কারোর মনের রাজ্য জোর করে অধিকার করা যায় না। Karor moner rajyo jor kore odhikar kora jay na
কথায় আছে, জোর করে দেশ শাসন করা যায়, রাজ্য শাসন করা যায়; কিন্তু কারোর মনের রাজ্য জোর করে অধিকার করা যায় না।
কারোর মনের রাজ্য অধিকার করে শাসন করতে হলে তার মনের কাছাকাছি যেতে হয়, তার পাশে বসতে হয়, তার সুখ - দুঃখের ভাগীদার হতে হয়।
এসবের জন্য লাগে টিকে থাকার সাহস, ধৈর্য্য এবং প্রচুর এফোর্ট, যা সবার থাকে না।
তাই তো কেউ কেউ মানুষটাকে পোষাচ্ছে না বলে ছেড়ে চলে যায়, প্রক্তনের তকমা দিয়ে।
তারপর?
সেই নতুন মানুষের কাছে পুরানো জনের গল্প শোনানো, টক্সিক, কিংবা বারোভাতারী বিশ্লেষণের উপয়োগ।

Post a Comment